সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ হচ্ছে ব্রাজিলে

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ হচ্ছে ব্রাজিলে

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্রাজিলে বন্ধ হচ্ছে

জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর মধ্যে এক্স (সাবেক টুইটার) অন্যতম। বিশ্ব জুড়ে প্রায় ৫০০ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে প্লাটফর্মটিতে। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট এক্স ব্রাজিলে নিষিদ্ধ হল। সেই সাথে ভিপিএন দিয়েও যেন অ্যাপটি ব্যবহার না করতে পারে সেজন্য আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেউ ভিপিএন দিয়ে এক্স ব্যবহার করলে তাকে দৈনিক ৫০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৯ হাজার ডলার) জরিমানা করা হতে পারে। শুধু তাই নয় অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে এক্স-কে ব্লক করার জন্য ৫ দিন সময়ও বেধে দেওয়া হয়েছে অ্যাপল ও গুগলকে। প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে বারবার  আদালতের আদেশ অমান্য করার কারনে এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুনঃ এক্স উন্মোচন করলো এআই চ্যাটবটের নতুন সংস্করণ

ব্রাজিলের প্রচলিত আইন অনুযায়ী, সকল ইন্টারনেট কম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি নিয়োগ করতে হবে, সেই প্রতিনিধি কোম্পানির সকল আইনগত বিষয় দেখবেন। সেই প্রতিনিধিকে আইনগত বিষয়গুলো জানানো হবে, যেন তিনি সেই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে, সুপ্রিম কোর্ট অপতথ্য প্রচারের দায়ে নির্দিষ্ট কিছু এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেন।

এর প্রতিক্রিয়ায় ইলন মাস্ক জানিয়েছিলেন, বিচারপতি একজন ‘স্বেচ্ছাচারী ও স্বৈরাচারীর’ মতো আচরণ করছেন। এক্স-এর নিজস্ব হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছিলেন, মোরায়েস হলেন ‘বিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী’।

মিথ্যা ও বিকৃত তথ্য ছড়ানোর দায়ে এক্স-এ কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারেন কিনা তা নিয়েই শুরু হয় বিতর্ক। ইলন মাস্কের মতে, এই ধরনের কোর্টের নির্দেশ সেন্সরশিপ ছাড়া আর কিছুই নয়।

মাস্ক এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন এবং বলেন, তিনি এক্স-এ আবার ওই অ্যাকাউন্টগুলো চালু করবেন। তার অভিযোগ, বিচারপতি মতপ্রকাশের অধিকারে ক্ষুণ্ণ করছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]