কিভাবে ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি চালু ও বন্ধ করবেন?

কিভাবে ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি চালু ও বন্ধ করবেন?

কিভাবে ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি চালু ও বন্ধ করবেন?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। সারা পৃথিবীতে বর্তমানে প্রায় ৩০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে সক্রিয়ভাবে ফেসবুক ব্যবহার করে থাকেন। বর্তমানে বাংলাদেশে প্রায় ৬ কোটি ৩৯ লাখেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন। আর তাদের একটি বড় অংশই নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকেন। ফেসবুক ফিডে আসা ভিডিওগুলো সাধারণত অটোপ্লে হয়, আবার কারও কারও ক্ষেত্রে অটোপ্লে বন্ধ থাকে। ভিডিও দেখার জন্য প্লে ট্যাপ করতে হয়।

আরও পড়ুনঃ কিভাবে ফেসবুক ইভেন্ট তৈরি করবেন?

এখন অটোপ্লে ফাংশনটি ‘অন’ থাকা কারও কারও জন্য সুবিধাজনক আরার কারও জন্য বেশ বিরক্তিকর। তবে ব্যবহারকারী চাইলে যেকোনো সময় ভিডিও অটোপ্লে অন বা অফ করে রাখতে পারেন। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি চালু ও বন্ধ করবেন।   

  • ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি চালু ও বন্ধ করার উপায়
  • ফেসবুকের ভিডিও অটোপ্লে ফিচারটি চালু ও বন্ধ করতে- 
  • প্রথমেই স্ক্রিনের উপরে ডান দিকে প্রোফাইল পিকচারে ক্লিক করুন। 
  • এবার ‘সেটিংস এন্ড প্রাইভেসি’ সিলেক্ট করুন।
  • এবার ‘সেটিংস’-এ প্রবেশ করুন। 
  • এবার নিচে ‘প্রেফেরেন্স’ সেকশনে এসে ‘মিডিয়া’ অপশনটিতে ক্লিক করুন। 
  • এবার মিডিয়া পেইজটির ‘অটোপ্লে’ সেকশনে ‘নেভার অটোপ্লে ভিডিওজ’ অপশনটি পাশে থাকা চেকবক্সটি সিলেক্ট করে দিন।

ব্যাস, আপনার ফেসবুকে অ্যাকাউন্টে ভিডিওগুলো আর অটোপ্লে বন্ধ হয়ে যাবে।

আর যারা অটোপ্লে অপশনটি পছন্দ করেন তারা ‘অন মোবাইল ডেটা এন্ড ওয়াই-ফাই’ অথবা ‘অন ওয়াই-ফাই অনলি’ এই দুটো অপশনের একটিকে সিলেক্ট করে দিলেই ফেসবুকে অ্যাকাউন্টে ভিডিওগুলো আর অটোপ্লে অন হয়ে যাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]