হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে কি-না কীভাবে বুঝবেন?

হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে কি-না কীভাবে বুঝবেন?

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে কি না বুঝতে চাইলে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করে তা নিশ্চিত হওয়া যায়। ব্যাক্তিগত কথোপকথন বা ছবি আদান-প্রদান করছেনতবে যদি মনে সন্দেহ জাগে যে কেউ আপনার চ্যাটবক্সে নজর রাখছে, তাহলে অতিসত্বর সতর্কতা অবলম্বন করতে হবে।


হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে কি-না কীভাবে বুঝবেন?


ফোনের নোটিফিকেশন সাউন্ড না আসলে

যদি দেখেন হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসার সময় নোটিফিকেশনের কোনো সাউন্ড আসছে না, তাহলে আপনার চ্যাট কেউ দূর থেকে কেউ নজরদারি করছে সে ব্যাপারটা উড়িয়ে দেয়া যায় না। ধরনের পরিস্থিতি আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপেপাঠানো ছবির রেজ্যুলেশন ঠিক রাখার উপায়

হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন চেক করুন

ডেস্কটপ বা ল্যাপটপ যে ডিভাইসই হোক না কেন হোয়াটসঅ্যাপ ওয়েব লগইন করলে অবশ্যই সেটা লগআউট করতে হবে। হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে দেখে নিন কোন কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা আছে। অপ্রয়োজনীয় ডিভাইস থেকে লগআউট করতে ফোনের 'লিঙ্কড ডিভাইসেস' অপশন থেকে এক ক্লিকেই সব ডিভাইস থেকে এক সাথে লগ আউট করা যায়।

সন্দেহজনক অ্যাপ সরিয়ে ফেলুন

আপনার ফোনে এমন কিছু ক্ষতিকর অ্যাপ থাকতে পারে, যেগুলোর নিরাপত্তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ধরনের অ্যাপ ফোনের ক্যামেরা অথবা মাইক্রোফোনে অ্যাক্সেস করার অনুমতি নিয়ে আপনার গোপনীয়তা ক্ষুণ্ণ করতে পারে। ফোন থেকে এসব অ্যাপ যত দ্রুত সম্ভব মুছে ফেলুন।

অ্যাপ পারমিশন নিয়মিত চেক করুন

অ্যাপ পারমিশন চেক করতে ফোনের সেটিংস অপশন থেকে 'অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন' সেকশনে গিয়ে আপনি যেকোনো অ্যাপের 'পারমিশন' চেক করতে পারেন। এখানে ফোনের ক্যামেরা মাইক্রোফোনের অনুমতিগুলো দেখে বুঝতে পারবেন অ্যাপটি আপনার ব্যক্তিগত কথোপকথন বা ছবি দেখতে পাচ্ছে কি না। অ্যাক্সেস যদি অন থাকে তাহলে, সেটি বন্ধ করে দিন।

আরও পড়ুনঃ মিথ্যা ছবি থেকে সাবধান! হোয়াটসঅ্যাপ আনছে ছবির উৎস যাচাইয়ের নতুন সুবিধা

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি সহজেই হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে কি না বুঝতে পারবেন। এবং সেটি বুঝতে পারলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।


মন্তব্যসমূহ