Google News Logo Follow on Google News

টিকটকে ফিল্টার ব্যবহারে বড় পরিবর্তন, সৌন্দর্যবর্ধক ফিল্টারে আসছে কড়াকড়ি!

টিকটকে ফিল্টার ব্যবহারে বড় পরিবর্তন, সৌন্দর্যবর্ধক ফিল্টারে আসছে কড়াকড়ি!

টিকটকে ফিল্টার ব্যবহারে বড় পরিবর্তন, সৌন্দর্যবর্ধক ফিল্টারে আসছে কড়াকড়ি!

সহজে ছোট আকারের ভিডিও তৈরি ও শেয়ার করার সুযোগ থাকায় নিয়মিত টিকটকে নতুন ভিডিও পোস্ট করেন অনেকেই। ভিডিওতে জেন নিজেকে আরও আকর্ষণীয় লাগে সেজন্য টিকটকে থাকা বিভিন্ন ফিল্টারও ব্যবহার করেন কেউ কেউ। তবে এবার ১৮ বছরের নিচে কোনো ব্যবহারকারী চাইলেও তাদের চেহারার সৌন্দর্য বৃদ্ধির জন্য টিকটকের কোন ফিল্টার ব্যবহার করতে পারবে না।


টিকটকে ফিল্টার ব্যবহারে বড় পরিবর্তন, সৌন্দর্যবর্ধক ফিল্টারে আসছে কড়াকড়ি!

টিকটক এর পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সৌন্দর্যবিষয়ক বেশ কিছু ফিল্টারের ব্যবহার সীমিত করা হবে। নতুন এ বিধিনিষেধে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী তাদের চেহারা পরিবর্তন করতে পারে এমন ফিল্টার ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি টিকটকে থাকা বিভিন্ন ফিল্টারের বিবরণে সেগুলো কীভাবে কাজ করে এবং কী কী পরিবর্তন আনে, তা স্পষ্ট করে উল্লেখ করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বিধিনিষেধ কার্যকর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ যে কারণে কানাডাতে বন্ধ হচ্ছে টিকটকের বিজনেস

টিকটকের তথ্যমতে, যেসব ফিল্টার সাধারণত হাস্যকর বা মজা করার জন্য তৈরি করা হয়েছে, সেগুলো এই বিধিনিষেধের আওতায় পড়বে না। তবে ত্বক মসৃণ করা, চোখের পাতা  লম্বা করা  এবং মুখ সরু দেখানোর মতো ফিল্টারগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ভিডিওতে এ ধরনের সৌন্দর্যবিষয়ক ফিল্টার ব্যবহারের কারণে ব্যবহারকারীদের চেহারা সঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। নতুন এই বিধিনিষেধ বর্তমানে শুধু ইউরোপেই চালু হচ্ছে, তবে পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে এই বিধিনিষেধ কার্যকর করা হবে।

টিকটকের ইউরোপীয় পাবলিক নীতিমালা বিভাগের প্রধান ক্রিস্টিন গ্র্যান এক বিবৃতিতে উল্লেখ করেন যে, "নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে চূড়ান্ত সীমায় পৌঁছানো সম্ভব নয়। তারা আরও জানায়, ব্যবহারকারীদের কাছ থেকে শেখা, বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা এবং নিজেদের উন্নত করার চেষ্টা তারা অব্যাহত রাখবে। তাদের মতে, যদি ব্যবহারকারীরা নিজেদের নিরাপদ মনে না করেন, তবে তারা প্রকৃত রূপ প্রকাশ করতে আগ্রহী হবেন না। ফলে, টিকটক তার স্বতন্ত্রতা হারানোর ঝুঁকিতে পড়বে।”

একটি মন্তব্য পোস্ট করুন

© Top VIP Account. All rights reserved. Premium By Top VIP Account