৯৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশ
৯৫ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৫ বিজ্ঞপ্তি প্রকাশ
![]() |
| ছবিঃ বাংলাদেশ সেনাবাহিনী |
"বাংলাদেশ সেনাবাহিনী"-তে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা আগামী "২১ মার্চ ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ৯৫ তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স।
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা:
| মাধ্যম | যোগ্যতা |
|---|---|
| জাতীয় মাধ্যম | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যেকোনো একটিতে জিপিএ ৫.০০ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০। |
| ইংরেজি মাধ্যম |
বিকল্প ১: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম 'বি' গ্রেড। অথবা বিকল্প ২: 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ২টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড ও ১টিতে 'সি' গ্রেড এবং 'এ' লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে 'এ' গ্রেড ও ১টিতে 'বি' গ্রেড। |
| ২০২৫ সালের পরীক্ষার্থীগণ | এইচএসসি/'এ' লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি জিপিএ-৫.০০ এবং 'ও' লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে 'এ' গ্রেড, ৩টিতে 'বি' গ্রেড/সমমান থাকতে হবে। |
বয়স: ০১ জানুয়ারি ২০২৬ তারিখে সাড়ে ১৬-২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮-২৩ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
