৬ টি পদে ৭৩৫ জন জনবল নিয়োগ দিতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
৬ টি পদে ৭৩৫ জন জনবল নিয়োগ দিতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
![]() |
ছবিঃ গ্রাম উন্নয়ন কর্ম (গাক) |
৬ টি পদে ৭৩৫ জন জনবল নিয়োগ দিতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "১০ এপ্রিল ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নামঃ সিনিয়র শাখা ব্যবস্থাপক
পদসংখ্যাঃ ২৫টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/সমমান্/স্নাতক। জাতীয় পর্যায়ের কষদ্রখণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যুনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ মাসিক বেতন সর্বসাকুল্যে ৪৮,৬০৯ টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল,মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতাসহ)। এ ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রেমাসিক ভিত্তিতে ২৪,০০০ টাকা হতে ৩৩,০০০ টাকা পর্যস্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
পদের নাম: সিনিয়র ফিল্ড অফিসার
পদসংখ্যাঃ ১০০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান। মাইক্রোফাইন্যান্স কর্মসুচিতে ন্যুনতম ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনঃ মাসিক বেতন সর্বসাকুল্যে ৩৫,৩৬০টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতাসহ)। এ ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ১৬,০০০ টাকা হতে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
পদের নামঃ ফিল্ড অফিসার
পদসংখ্যাঃ ৪০০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান।
বেতনঃ ৬ মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন ১৮,০০০ টাকা। মৃল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ৩০,০২২টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ) ৷ এ ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রেমাসিক ভিত্তিতে ১৬,০০০ টাকা হতে ২২,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে ৷ যে সকল প্রার্থীর মাইব্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যুনতম ১ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পুর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
পদের নামঃ জুনিয়র ফিল্ড অফিসার
পদসংখ্যাঃ ১৫০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি অথবা সমমান।
বেতনঃ ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৬,০০০ টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ২৮,০২৫টাকা (মোটরসাইকেল জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ) প্রাপ্য হবেন। এ ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ব্রেমাসিক ভিক্তিতে ১৬,০০০ টাকা হতে ২২,০০০ টাকা পর্যস্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাই ক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশিষ্ট পদে ন্যুনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন।
বয়সঃ ২৫ হতে ৩৫ বছর।
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার
পদসংখ্যা ১০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যে কোন বিষয়ে স্নাতকোত্তর, তবে এমকম/এমবিএস
ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়৷ হবে।
বেতনঃ ৬ মাস শিক্ষানৰিশকালে মাসিক বেতন ১৮,০০০ টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্বসাকুল্যে ২০,৪৪৩টাকাসহ মোবাইল বিল প্রাপ্য হবেন। কোন স্বনামধন্য প্রতিষ্ঠানে খণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যুনতম ৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষ। নির্বাচিত এ্যাসিসটেন্ট অডিট অফিসারগণ মাসে ১৫-১৮ দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শনপূর্বক অডিট কার্যক্রম সম্পননকরণ, ষ্টাফ মনিটরিং/সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে ৷
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার
পদসংখ্যাঃ ৫০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম বিকম/বিবিএস। শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা ও সংরক্ষণ করতে হবে।
বেতনঃ ৬ মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১৮,০০০ টাকা। চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৫,৫২২টাকা (মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতাসহ)। এ ছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ব্রেমাসিক ভিত্তিতে ১৬,০০০ টাকা হতে ২২,০০০ টাকা পর্যস্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যুনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসারগণ ন্যুনতম ৫০ জন এমই সদস্যের মাই ক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
বিঃদ্রঃ ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আগামী ১০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক ২ জন পরিচয় প্রদানকারীর (আত্বীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বরসহ আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ কো-অর্ডিনেটর, মানবসম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানো হবে।