Find job vacancies

৩৮০০০ টাকা বেতনে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে হীড বাংলাদেশ

Also Read

৩৮০০০ টাকা বেতনে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে হীড বাংলাদেশ

৩৮০০০ টাকা বেতনে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে হীড বাংলাদেশ
ছবিঃ হীড বাংলাদেশ

হীড বাংলাদেশ ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় সমাজের সুবিধাবঞ্চিত এবং সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করবার জন্য। বছরের পর বছর ধরে HEED বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা (আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক), কৃষি, সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত সম্পদ ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশের সেবা করে আসছে। বর্তমানে HEED বাংলাদেশ বাংলাদেশের ৩২টি জেলায় 'মানবতার সেবা' এর মূলমন্ত্র নিয়ে কাজ করছে। 

"হীড বাংলাদেশ (HEED)" নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "০৪ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।

হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদ সংখ্যা: ১৫ টি। 

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক অথবা স্নাতকোত্তর।

অভিজ্ঞতা: শাখা ব্যবস্থাপক হিসেবে সর্বনিম্ন ০২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৩৮০০০ টাকা।

অন্যান্য সুবিধাদি: শিক্ষানবিশকাল ৬ মাস, স্থায়ীকরণের পর পিএফ, গ্রাচুইটি, ২টি উৎসব বোনাস, হেলথ কেয়ারসুবিধা, এক্সিডেন্টাল ইন্সুরেন্স সুবিধা, মেজর মেডিকেল সুবিধা, জরুরী ও অর্জিত ছুটি, বদলী জনিত যাতায়াত সুবিধা, মোবাইল ও দুপুরের খাবার ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, মোটর সাইকেল ভাতা ইত্যাদি সুবিধা সমূহ প্রদান করা হবে।

আবেদনের বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

দায়িত্বসমূহ: 

  • মাঠ পর্যায়ে সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সদস্য ভর্তি ও সমিতি গঠণের অনুমোদন দেয়া।
  • ক্রেডিট অফিসারদের প্রতিদিনের OTR নিশ্চিত করা এবং আদায় অগ্রগতি পর্যালোচনা করে এরিয়াকে অবহিত করা।
  • ১০০% ঋণী যাচাই এবং প্রকল্প পরিদর্শনের মাধ্যমে ঋণের সঠিকতা নিরূপন করা।
  • প্রতি তিন মাসে এলাকার সকল পাশ বই এর সাথে এর সঠিকতা নিশ্চিত করা।
  • কর্মকর্তাদের নিয়ে দলভিত্তিক বিতরণ ও আদায় পরিকল্পনা করা।
  • শাখা অফিসের সারা বছরের আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেট ও প্রজেকশন তৈরি করা এবং এরিয়াকে প্রদান করা।
  • বছর শেষে অগ্রগতির আলোকে অধিনস্থদের মূল্যায়ন (ACR) করা।
  • মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক এবং ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত এবং এরিয়াতে প্রেরণ নিশ্চিত করা ।

শর্তাবলী:

  • পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত মাইকোফাইন্যান্স কর্মসূচীর সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার পরিচালনায় পারদর্শী (বিশেষ করে সফটওয়্যার)।
  • মোটর সাইকেল চালনায় সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

আবেদনের নিয়ম: 

আগ্রহী প্রার্থীর জীবনবৃত্তান্ত, দুইকপি পাসপোট আকারের সত্যায়িত ছবি, সকল পরীক্ষার পাশের মূলসনদ পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদপত্র, মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র মানবসম্পদ বিভাগ , হীড বাংলাদেশ, মেইন রোড, প্লট-১৯, ব্লক-এ, সেকশন-১১, মিরপুর, ঢাকা-১২১৬ বরাবর আগামী ০৪ মে , ২০২৫ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। অথবা ই-মেইল: jobsheed@gmail.com এ পাঠাতে হবে।

হীড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

Caution - In the recruitment process, legitimate companies never charge a fee from candidates. If there are companies that charge for interviews, tests, ticket reservations, etc., it is better to avoid them because there are indications of fraud. Do not transfer any payments when applying for a job.
Join the conversation
Post a Comment
Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Link copied to clipboard!