২৪২০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে), সাপ্তাহিক ছুটি ২ দিন
২৪২০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে), সাপ্তাহিক ছুটি ২ দিন
![]() |
ছবিঃ পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) |
পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি জাতীয়ভাবে পরিচালিত একটি উন্নয়ন সংস্থা। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গ্রাম পর্যায়ে কাজ করতে আগ্রহী পরিশ্রমী, কর্মঠ, সৎ, সুঠাম দেহের অধিকারী পুরুষ প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
২৪২০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ট্রেইনি ফিল্ড অফিসার নিয়োগ দিতে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "২৫ জুন ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: ট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ কার্যক্রম)
পদ সংখ্যা: ৪০ টি।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কমপক্ষে স্নাতক পাশ হতে হবে। শিক্ষাজীবনে একটির বেশী তৃতীয় শ্রেণী/বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কাজের কোন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।
বেতন: ২৪২০০ টাকা।
অন্যান্য সুবিধা:
কর্মীগণ সংস্থার নিয়মানুযায়ী মাসিক মোটরসাইকেল জ্বালানী ভাতা, মোবাইল বিল, শাখা পর্যায়ে স্বল্প খরচে আবাসন সুবিধা ইত্যাদি প্রাপ্য হবেন। চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামোতে অন্তর্ভূক্ত করা হবে এবং সংস্থার নিয়মানুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী কল্যাণ তহবিল সুবিধা ও বিভিন্ন ইনসেনটিভ সুবিধা প্রাপ্য হবেন।
সাপ্তাহিক ছুটি: ২ দিন।
আবেদনের বয়স: অনুর্ধ্ব ৩২ বছর।
কর্মস্থল: সংস্থার কর্মএলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যেকোন স্থানে কাজ করতে সম্মত থাকতে হবে। উল্লেখিত কর্মএলাকার যেকোন স্থানে কাজ করতে সম্মত না থাকলে আবেদন করার প্রয়োজন নাই।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৫।
শর্তাবলী:
- প্রার্থীদের বাইসাইকেল/মোটর সাইকেল চালনা বাধ্যতামূলক। বেধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজের মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার।
- কম্পিউটার পরিচালনা, এমএস ওয়ার্ড, এক্সেল-এর কাজ এবং ইমেইল, ইন্টারনেট ব্যবহারের দক্ষতা থাকলে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে।
- নির্বাচিত প্রার্থীদের ট্রেইনি ফিল্ড অফিসার হিসেবে যোগদান করানো হবে। যোগদান পরবর্তী প্রথম ০৩ (তিন) মান প্রশিক্ষণকাল এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে পরবর্তী ০৩ (তিন) মাস শিক্ষানবিসকাল হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষানবিসকাল সফলভাবে সমাপ্ত হলে মূল্যায়নের ভিত্তিতে কিন্তু অফিসার হিসেবে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
- চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় কেবলমাত্র সংস্থার প্রধান কার্যালয়ে ১২,০০০/- (বারো হাজার) টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে, যা কর্মীর চাকুরী শেষে সংস্থা আগকালে সংস্থার নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরত প্রদান করা হবে।
আবেদনের নিয়মাবলী:
আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের কপি, অভিজ্ঞতা (যদি থাকে) ও ট্রেনিং সাটিফিকেটের কপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন আগামী ২৫.০৬.২০২৫ইং তারিখ এর মধ্যে নিম্নলিখিত ঠিকানার ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। ইমেইলে প্রেরণের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্ট সমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপর/ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা:
প্রধান নির্বাহী কর্মকর্তা,
পল্লী বিকাশ কেন্দ্র,
ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা),
মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা,
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
ই-মেইল ঠিকানা: pbkhrd0007@gmail.com