৩৫৫০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় একাউন্ট্যান্ট নিয়োগ দিচ্ছে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)
![]() |
ছবিঃ সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) |
জাতীয় পর্যায়ের বেসরকারি ক্ষুদ্রঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন “সেবা” কর্তৃক নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক কর্মঠ ও উদ্যমী পুরুষ প্রার্থী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জুন ২০২৫ এর মধ্যে আবেদন করতে আহ্বান করা হচ্ছে।
সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: একাউন্ট্যান্ট (পুরুষ)
পদ সংখ্যা: ১০০টি
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: অগ্রাধিকারযোগ্য, তবে অনভিজ্ঞ প্রার্থীদের ১ মাস প্রশিক্ষণ দেয়া হবে
বেতন:
- শিক্ষানবিশকালীন (৬ মাস): সর্বসাকুল্যে ২৯০০০ টাকা
- নিয়মিতকরণের পর: সর্বসাকুল্যে ৩৫৫০০ টাকা (লাঞ্চ ভাতা ও জ্বালানী বিল অন্তর্ভুক্ত)
কর্মস্থল: কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা।
শর্তাবলী:
- সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি সহ লিখিত দরখাস্ত জমা দিতে হবে।
- আবেদনপত্রে ২টি সচল মোবাইল নম্বর দিতে হবে।
- ২জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ১০০/- টাকার ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।
- নির্বাচিত প্রার্থীদের ৫০০/- টাকা পরীক্ষার ফি জমা দিয়ে ১ দিনের PSO (Pre Service Orientation) প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
- মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স: অবশ্যই থাকতে হবে
- কম্পিউটার দক্ষতা: Microsoft Office Program, ইন্টারনেট ব্রাউজিং ও ইমেইল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ জুন ২০২৫
আবেদন পত্র ডাকযোগে বা সরাসরি নিম্ন ঠিকানায় পাঠাতে হবে। সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় দরখাস্ত জমা দেয়া যাবে। ইমেইলেও আবেদন করা যাবে।
ইমেইল ঠিকানা: buildcareerseba@gmail.com
আবেদনের ঠিকানা:
পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ)
সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।