৩৫৫০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় একাউন্ট্যান্ট নিয়োগ দিচ্ছে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)

৩৫৫০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় একাউন্ট্যান্ট নিয়োগ দিচ্ছে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)
Also Read

৩৫৫০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় একাউন্ট্যান্ট নিয়োগ দিচ্ছে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)

৩৫৫০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় একাউন্ট্যান্ট নিয়োগ দিচ্ছে সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)
ছবিঃ সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)

জাতীয় পর্যায়ের বেসরকারি ক্ষুদ্রঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন “সেবা” কর্তৃক নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক কর্মঠ ও উদ্যমী পুরুষ প্রার্থী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ জুন ২০২৫ এর মধ্যে আবেদন করতে আহ্বান করা হচ্ছে।

সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: একাউন্ট্যান্ট (পুরুষ)

পদ সংখ্যা: ১০০টি

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি

অভিজ্ঞতা: অগ্রাধিকারযোগ্য, তবে অনভিজ্ঞ প্রার্থীদের ১ মাস প্রশিক্ষণ দেয়া হবে

বেতন:

  • শিক্ষানবিশকালীন (৬ মাস): সর্বসাকুল্যে ২৯০০০ টাকা
  • নিয়মিতকরণের পর: সর্বসাকুল্যে ৩৫৫০০ টাকা (লাঞ্চ ভাতা ও জ্বালানী বিল অন্তর্ভুক্ত)

কর্মস্থল: কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলা।

শর্তাবলী:

  • সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), সকল শিক্ষাগত সনদের সত্যায়িত ফটোকপি সহ লিখিত দরখাস্ত জমা দিতে হবে।
  • আবেদনপত্রে ২টি সচল মোবাইল নম্বর দিতে হবে।
  • ২জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ১০০/- টাকার ৩টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে।
  • নির্বাচিত প্রার্থীদের ৫০০/- টাকা পরীক্ষার ফি জমা দিয়ে ১ দিনের PSO (Pre Service Orientation) প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
  • মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স: অবশ্যই থাকতে হবে
  • কম্পিউটার দক্ষতা: Microsoft Office Program, ইন্টারনেট ব্রাউজিং ও ইমেইল সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ জুন ২০২৫

আবেদন পত্র ডাকযোগে বা সরাসরি নিম্ন ঠিকানায় পাঠাতে হবে। সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় দরখাস্ত জমা দেয়া যাবে। ইমেইলেও আবেদন করা যাবে। 

ইমেইল ঠিকানা: buildcareerseba@gmail.com

আবেদনের ঠিকানা:

পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ)

সেবা সংস্থা, প্রধান কার্যালয়, সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।

সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

 

Post a Comment

© Top Job. All rights reserved. Premium By Top Job