৬ টি পদে ৪৩৫ জন জনবল নিয়োগ দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন
৬ টি পদে ৪৩৫ জন জনবল নিয়োগ দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন
![]() |
| ছবিঃ এসকেএস ফাউন্ডেশন |
এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
১. পদের নাম: প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার
পদ সংখ্যা: ৫ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স
অভিজ্ঞতা: এনজিওতে একযোগে কমপক্ষে ২৫টি ব্রাঞ্চ পরিচালনার ৫ বছরের অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন: ৬৩,৪০০/- (স্থায়ী); জ্বালানি ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য
অতিরিক্ত শর্ত: মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ লাইসেন্স আবশ্যক
২. পদের নাম: এরিয়া ম্যানেজার
পদ সংখ্যা: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স/চার বছর মেয়াদী অনার্স
অভিজ্ঞতা: এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ৫টি শাখা পরিচালনার ৫ বছরের অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: শিক্ষানবিশকালে ৩৮,৬০০/-; স্থায়ী হলে ৪৩,৭০০/-; মোবাইল ভাতা ১,০০০/-; জ্বালানি ভাতা ৩,৫০০/-; লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ভাতা
৩. পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার
পদ সংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা
বয়স: ন্যূনতম ২৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ২৫,৯৭০/-; স্থায়ী হলে ২৮,৮২৮/-; দুরত্ব ভাতা, আবাসন ভাতা, লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ভাতা
৪. পদের নাম: ফিল্ড অফিসার
পদ সংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
অভিজ্ঞতা: ১-২ বছরের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ২০,৯০০/-; স্থায়ী হলে ২৬,০৬০/-; দুরত্ব, আবাসন ও লক্ষ্যমাত্রা ভাতা
৫. পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পাস
অভিজ্ঞতা: ১-২ বছরের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: শিক্ষানবিশকালে ১৮,৮৮০/-; স্থায়ী হলে ২৪,৮৬০/-; অন্যান্য ভাতা প্রাপ্য
৬. পদের নাম: ট্রেইনি ফিল্ড স্টাফ
পদ সংখ্যা: ১০০ জন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অনার্স/ডিগ্রি পাস
অভিজ্ঞতা: প্রযোজ্য নয় তবে মাঠ পর্যায়ে কাজের মানসিকতা আবশ্যক
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন: প্রশিক্ষণকালীন সম্মানী ১০,০০০/-; প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে
অতিরিক্ত শর্ত: মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে
অন্যান্য সুবিধাদি:
- সাপ্তাহিক ২ দিন ছুটি
- পিএফ, গ্র্যাচুইটি
- চিকিৎসা সহায়তা
- বৈশাখী ও উৎসব ভাতা
- চরে বা ব্যয়বহুল স্থানে কর্মরতদের জন্য যাতায়াত ভাতা
শর্তাবলী
পদ ২, ৩, ৪, ৫ ও ৬-এ যোগদানের সময় ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে।
খামের ও আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
শুধুমাত্র প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন বিবেচিত হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৫
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য সনদের ফটোকপি সংযুক্ত করে আগামী ২০ মে ২০২৫ তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি জমা দিতে হবে। অথবা hr@sks-bd.org ইমেইলে আবেদন পাঠানো যাবে।

