৬ টি পদে ৪৩৫ জন জনবল নিয়োগ দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

Also Read

৬ টি পদে ৪৩৫ জন জনবল নিয়োগ দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন

৬ টি পদে ৪৩৫ জন জনবল নিয়োগ দিচ্ছে এসকেএস ফাউন্ডেশন
ছবিঃ এসকেএস ফাউন্ডেশন

এসকেএস ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের স্বীকৃত বেসরকারি উন্নয়ন সংস্থা, ১৯৮৭ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে আসছে। এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটি ঋণ কার্যক্রম সম্প্রসারণের জন্য নিচের পদগুলোতে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

১. পদের নাম: প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার

পদ সংখ্যা: ৫ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স

অভিজ্ঞতা: এনজিওতে একযোগে কমপক্ষে ২৫টি ব্রাঞ্চ পরিচালনার ৫ বছরের অভিজ্ঞতা

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন: ৬৩,৪০০/- (স্থায়ী); জ্বালানি ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য

অতিরিক্ত শর্ত: মোটরসাইকেল চালনায় সক্ষমতা ও বৈধ লাইসেন্স আবশ্যক


২. পদের নাম: এরিয়া ম্যানেজার

পদ সংখ্যা: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স/চার বছর মেয়াদী অনার্স

অভিজ্ঞতা: এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানে ৫টি শাখা পরিচালনার ৫ বছরের অভিজ্ঞতা

বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: শিক্ষানবিশকালে ৩৮,৬০০/-; স্থায়ী হলে ৪৩,৭০০/-; মোবাইল ভাতা ১,০০০/-; জ্বালানি ভাতা ৩,৫০০/-; লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ভাতা


৩. পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার

পদ সংখ্যা: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

অভিজ্ঞতা: এনজিও/আর্থিক প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা

বয়স: ন্যূনতম ২৫ বছর

বেতন: শিক্ষানবিশকালে ২৫,৯৭০/-; স্থায়ী হলে ২৮,৮২৮/-; দুরত্ব ভাতা, আবাসন ভাতা, লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে ভাতা


৪. পদের নাম: ফিল্ড অফিসার

পদ সংখ্যা: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স (অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য)

অভিজ্ঞতা: ১-২ বছরের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমের অভিজ্ঞতা

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন: শিক্ষানবিশকালে ২০,৯০০/-; স্থায়ী হলে ২৬,০৬০/-; দুরত্ব, আবাসন ও লক্ষ্যমাত্রা ভাতা


৫. পদের নাম: ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ডিগ্রি পাস

অভিজ্ঞতা: ১-২ বছরের মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন: শিক্ষানবিশকালে ১৮,৮৮০/-; স্থায়ী হলে ২৪,৮৬০/-; অন্যান্য ভাতা প্রাপ্য


৬. পদের নাম: ট্রেইনি ফিল্ড স্টাফ

পদ সংখ্যা: ১০০ জন

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অনার্স/ডিগ্রি পাস

অভিজ্ঞতা: প্রযোজ্য নয় তবে মাঠ পর্যায়ে কাজের মানসিকতা আবশ্যক

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

বেতন: প্রশিক্ষণকালীন সম্মানী ১০,০০০/-; প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে

অতিরিক্ত শর্ত: মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে


অন্যান্য সুবিধাদি:

  • সাপ্তাহিক ২ দিন ছুটি
  • পিএফ, গ্র্যাচুইটি
  • চিকিৎসা সহায়তা
  • বৈশাখী ও উৎসব ভাতা
  • চরে বা ব্যয়বহুল স্থানে কর্মরতদের জন্য যাতায়াত ভাতা

শর্তাবলী 

পদ ২, ৩, ৪, ৫ ও ৬-এ যোগদানের সময় ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে।

খামের ও আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

শুধুমাত্র প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন বিবেচিত হবে।


আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৫

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীদেরকে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ২ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ ও অন্যান্য সনদের ফটোকপি সংযুক্ত করে আগামী ২০ মে ২০২৫ তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিণ সিংহা, গাইবান্ধা-৫৭০০ ঠিকানায় ডাক/কুরিয়ার/সরাসরি জমা দিতে হবে। অথবা hr@sks-bd.org ইমেইলে আবেদন পাঠানো যাবে।


এসকেএস ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url