৩৮০০০ টাকা বেতনে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস), থাকছে আবাসন সুবিধা
প্রকাশের তারিখ: ৫ জুন ২০২৫
৩৮০০০ টাকা বেতনে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস), থাকছে আবাসন সুবিধা
![]() |
ছবি: ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) |
চাকরি সংক্রান্ত তথ্য:
প্রতিষ্ঠানের নাম | ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) |
চাকরির ধরন | ফুল টাইম |
পদের নাম | ব্রাঞ্চ ম্যানেজার |
পদ সংখ্যা | ১০টি |
আবেদনের শেষ তারিখ | ২০ জুলাই ২০২৫ |
বেতন | ৩৫০০০ থেকে ৩৮০০০ টাকা |
বয়স | সর্বোচ্চ ৩৭ বছর |
অভিজ্ঞতা | ৩ বছর |
কর্মীর ধরন | পুরুষ ও মহিলা |
কর্মস্থল | বাংলাদেশের যে কোনো স্থানে |
ওয়েবসাইট | https://cssbd.org/ |
চাকরির প্রেক্ষাপট:
সিএসএস একটি জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সংস্থার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের জন্য ব্রাঞ্চ ম্যানেজার নিয়োজিত হবেন। ব্রাঞ্চ ম্যানেজার ব্রাঞ্চের সার্বিক বিষয়ে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।
মূল দায়িত্ব:
অফিস ও কর্মী ব্যবস্থাপনা।
কর্ম এলাকা নির্ধারণ, দল ব্যবস্থাপনা ও পরিদর্শন এবং মনিটরিং।
বার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন।
প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।
তহবিল ব্যবস্থাপনা ও অফিস ব্যয় পরিচালনা করা।
এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুত করা।
ব্রাঞ্চের সকল হিসাব সংরক্ষণ করা।
মাসভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ।
জনসংযোগ করা ও অফিসের মেস ব্যবস্থাপনা করা।
ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা।
নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয়ে অনুমোদন করা।
পাশ বই ও এল ও রেজিস্টার শিট চেকিং ইত্যাদি।
যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
দক্ষতা: ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
প্রার্থীকে অবশ্যই পরিশ্রমী, সৎ এবং অধূমপায়ী হতে হবে।
বেতন ও সুবিধাসমূহ:
পবিত্র ঈদ-উল ফিতর, পবিত্র ঈদ-উল আযহা এবং শারদীয়া দুর্গা পূজা উপলক্ষ্য প্রত্যেকটি পর্বে ০৭ দিন/১ সপ্তাহ করে ছুটি, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ ১টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল,স্পেশাল ফান্ড, বীমা, পিএফ, গ্রাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, মোটরসাইকেল জ্বালানি বিল, পুরুষ কর্মীদের আবাসিক সুবিধা, স্পেশাল ফান্ড, তাছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি।
আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র: আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবিসহ সকল কাগজপত্র ( জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র) এর ফটোকপি নিচের ঠিকানায় প্রেরণ করতে পারবেন।
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা অনলাইনে এবং ডাক ও কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
খামের উপরে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
যোগাযোগের তথ্য:
ঠিকানা: পরিচালক, এইচআরএম অ্যান্ড পিএমইএল, ১৬৬০-১৬৬১ জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা।