বাংলাদেশ রেলওয়ের ৪ ক্যাটাগরির পদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
বাংলাদেশ রেলওয়ের চারটি গুরুত্বপূর্ণ পদের বাছাই পরীক্ষার সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে। এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি।
এবারের বাছাই পরীক্ষায় অন্তর্ভুক্ত পদগুলো হলো ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেনটিস, ট্রেন এক্সামিনার ও ট্রেড অ্যাপ্রেনটিস। সংশ্লিষ্ট প্রার্থীদের জন্য এটি নিয়োগ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।
পরীক্ষার তারিখ ও সময়সূচি
২৩ জানুয়ারি সকালে ট্রেন কন্ট্রোলার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে ট্রাফিক অ্যাপ্রেনটিস পদের।
পরদিন ২৪ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন এক্সামিনার পদের পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেড অ্যাপ্রেনটিস পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রার্থীদের অবশ্যই কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করে উত্তরপত্র পূরণ করতে হবে। রোল নম্বর লেখা বা বৃত্ত ভরাটে ভুল হলে প্রার্থিতা বাতিল হতে পারে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া যাবে না এবং প্রশ্নপত্র সঙ্গে নেওয়ার অনুমতি নেই।
পরীক্ষাকেন্দ্রে গয়না বা ব্রেসলেট জাতীয় কোনো সামগ্রী ব্যবহার নিষিদ্ধ। এছাড়া পরীক্ষার সময় কানের অংশ খোলা রাখতে হবে।
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে শ্রুতলেখকের ব্যবস্থা রাখা হবে এবং আলাদা কক্ষে পরীক্ষার আয়োজন করা হবে।
কেন্দ্রের তালিকা ও আসনবিন্যাস সংশ্লিষ্ট লিংকে পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
