নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি: ভোটের দিন ও আগের দিন সারাদেশে ছুটি ঘোষণা
ভোটকে কেন্দ্র করে নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন যেমন ছুটি থাকবে, তেমনি তার আগের দিনও সারাদেশে সরকারি ছুটি কার্যকর হবে।
এর পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা বিশেষ ছুটি দেওয়া হয়েছে। ফলে যেসব প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার, সেগুলোতে ভোটের পরের দুই দিন মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই সিদ্ধান্তের চার দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ছুটির প্রজ্ঞাপন জারি করল।
এদিকে প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নেমেছেন প্রায় দুই হাজার প্রার্থী। তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন।
এরপর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
