এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির বিশেষ ফলাফল আজ বুধবার প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।
এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সপ্তম গণবিজ্ঞপ্তির ফলাফল প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।
এই সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিলেন প্রায় ২১ হাজার চাকরিপ্রার্থী। এসব প্রতিষ্ঠানে মোট শূন্য পদের সংখ্যা ছিল ৬৭ হাজার ২০৮টি।
উল্লেখ্য, সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির (বিশেষ) আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছিল চলতি বছরের ১০ জানুয়ারি। আবেদন গ্রহণ শেষ হয় ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে।
ফলাফল প্রকাশ হলে প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ রোল ও নিবন্ধন নম্বর ব্যবহার করে ফল জানতে পারবেন।
