হোয়াটসঅ্যাপ নতুন চ্যাট ফিল্টার ফিচার চালু করেছেঃ ইউজাররা এখন মেসেজ খুজে পাবেন দ্রুত
হোয়াটসঅ্যাপ নতুন চ্যাট ফিল্টার ফিচারের রোল আউট শুরু করেছে। হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট ফিল্টারের সাহায্যে আরও সুসজ্জিত থাকবে মেসেজ। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার ফিচার অনেকটা গুগলের জিমেলের মতো যেখানে তিনটি ফিল্টার অপশন পাওয়া যাবে। চ্যাট লিস্টের একদম উপরে থাকবে এই চ্যাট ফিল্টার ফিচারের সাহায্যে গুরুত্বপূর্ণ মেসেজ সহজে ও খুব দ্রুত খুঁজে পাওয়া যাবে। এর জন্য পুরো চ্যাট লিস্টে স্ক্রল করার প্রয়োজন হবে না। অনেক সময়ে হোয়াটসঅ্যাপে আসা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের খুলে দেখা হয় না। একের পর এক মেসেজ আসতে থাকার কারণে এইসব না পড়া মেসেজগুলো ক্রমশ চ্যাট লিস্টের নীচের দিকে চলে যায়। এই নতুন চ্যাট ফিল্টার ফিচারের সাহায্যে এইসব না পড়া অর্থাৎ আনরেড মেসেজ খুব সহজেই ও দ্রুত হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে খুঁজে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ এখন আরও সবুজ!
মেটা অধিকৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্প্রতি একটি ব্লগ পোস্টে ঘোষণা করেছে এই চ্যাট ফিল্টার ফিচারের কথা। হোয়াটসঅ্যাপের এই পরিষেবার সাহায্যে 'আনরেড চ্যাট' সহজে ও দ্রুত খুঁজে পাবেন ইউজাররা। তিনটি আলাদা ফিল্টারের মাধ্যমে এই সমস্ত না দেখা, না পড়া চ্যাট খুঁজে পাওয়া যাবে খুব সহজে। হোয়াটসঅ্যাপের চ্যাট ফিল্টার ফিচারে রয়েছে অল, আনরেড, গ্রুপ- এই তিনটি আলাদা ফিল্টারের সুবিধা। এই তিনটি অপশনই পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট লিস্টের একদম শীর্ষে। 'অল' অপশনে ইউজাররা ডিফল্ট ভিউ পাবেন। 'আনরেড' অপশনে থাকবে সেইসব মেসেজ, যেগুলি ইউজার 'আনরেড' বলে মার্ক বা চিহ্নিত করেছেন কিংবা খুলে দেখা হয়নি। আর 'গ্রুপ' অপশনে ইউজাররা দেখতে পাবেন গ্রুপ চ্যাট এবং কমিউনিটির সাব-গ্রুপের চ্যাট।
কিভাবে এই চ্যাট ফিল্টার সেট করবেন?
এই পদক্ষেপগুলি অনুসরণ করে খুব সহজে চ্যাট ফিল্টার সেট করা যাবেঃ
ধাপ ১ঃ প্রথমে আপনার হোয়াটসঅ্যাপকে সর্বশেষ সংস্করণে আপডেট করে নিতে হবে।
ধাপ ২ঃ এর পরে আপনার ফোনে WhatsApp ওপেন করুন।
ধাপ ৩ঃ আপনার প্রোফাইলে দৃশ্যমান চ্যাটের একেবারে উপরে তিনটি ফিল্টার দেখা যাবে, সেগুলিতে ক্লিক করুন। তিনটি অপশন পাওয়া যাবে All, Unread এবং Groups।
- All: এখানে ব্যবহারকারীরা সমস্ত ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট একসাথে দেখতে পাবেন।
- Unread: এখানে ব্যবহারকারীরা কেবল সেই বার্তাগুলি দেখতে পাবে যা তারা এখনও পড়া হয়নি। এই বার্তাগুলি খুললে, ব্যবহারকারীরা Unread লেখাও দেখতে পাবেন।
- Groups: এই ফিল্টারে, ব্যবহারকারীরা যে সমস্ত Groups এর মেম্বার তা দেখতে পাবেন।
হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে ইউজার যদি সেই মুহূর্তে তা খুলে না দেখেন কিংবা পড়েন তাহলে অন্যান্য মেসেজের ভিড়ে ওইসব 'আনরেড' মেসেজ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে অনেক ক্ষেত্রেই হয়তো গুরুত্বপূর্ণ মেসেজ দেখা হয় না। সঠিক সময়ে জবাব দেওয়া হয়ে ওঠে না। এইসব সমস্যা এড়ানোর জন্যই হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার ফিচার চালু হয়েছে। এছাড়াও আরও অনেক দুর্দান্ত সব ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ তাদের ইউজার ধরে রাখা ও নতুন ইউজার তৈরির জন্য দিন রাত কাজ করে যাচ্ছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন