ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ফিরে পাবেন?
ছবি ও ভিডিও পোস্ট করবার জন্য অনেকেই নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন। শুধু তা–ই নয়, ব্যবসায়িক ও ব্যক্তিগত ব্যবহারের জন্য একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ব্যবহার করেন অনেকে। তবে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের কারণে মাঝে মাঝে নির্দিষ্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান অনেকে। এর ফলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চাইলেও আর প্রবেশ করা যায় না। তবে পাসওয়ার্ড ভুলে গেলেও কয়েকটি ধাপ অনুসরণ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়।
আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড হলে কী করবেন?
চলুন জেনে নিই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ফিরে পাওয়া যায়ঃ
১। প্রথমেই ইনস্টাগ্রামের অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করুন।
২। এরপর লগইন পেজে অ্যাপ থেকে ‘গেট হেল্প লগিং ইন’ এবং ওয়েবসাইট থেকে ‘ফরগট পাসওয়ার্ড’ অপশন নির্বাচন করুন।
৩। এরপর পরের পৃষ্ঠায় আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইউজার নেম, ই–মেইল এড্রেস অথবা ফোন নম্বর লিখে ‘নেক্সট’ বাটনে ক্লিক করুন।
৪। এরপর ইনস্টাগ্রাম ই–মেইলে একটি পাসওয়ার্ড রিসেট লিংক পাঠাবে। সেই লিংকে ক্লিক করে নতুন পাসওয়ার্ড লিখুন।
তো এই ছিল আজকের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ফিরে পাবেন সে সম্পর্কে আলোচনা। এভাবে পাসওয়ার্ড ভুলে গেলেও অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনরুদ্ধার সম্ভব।
সুত্রঃ বি বার্তা ২৪
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন