কীভাবে একই ডিভাইসে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন?
বর্তমানে ব্যবসার প্রচার হোক বা ব্যক্তিগত কাজের জন্যই হোক ইনস্টাগ্রাম একাউন্ট খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। অনেক সময় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করতে হয়। ব্যবসায়িক কনটেন্ট এবং ব্যক্তিগত কনটেন্ট সাধারণত ভিন্ন হয়ে থাকে। আপনার ব্যক্তিগত একাউন্ট থেকে ব্যবসায়িক প্রচার বা ব্যবসায়িকি একাউন্টে ব্যক্তিগত পোস্ট কখনও ভালো ফল আনবে না। সেক্ষেত্রে কেউ কেউ একাধিক ডিভাইস ব্যবহার করেন। তবে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনাকে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করার জন্য ভিন্ন ভিন্ন ব্রাউজার বা ডিভাইস ব্যবহার করতে হবে না। চলুন জেনে নেয়া যাক কীভাবে একই ডিভাইসে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন?
কীভাবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে একাধিক অ্যাকাউন্ট যুক্ত করবেন?
১। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন।
২। এরপর নিচের ডানদিকে প্রোফাইল আইকনে প্রেস করুন।
৩। এবার ডানপাশের ওপরে তিনটি হরিজন্টাল লাইনে ট্যাপ করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে প্রবেশ করুন।
৪। নিচের দিকে স্ক্রল করে লগ ইন মেন্যুতে যান এবং অ্যাড অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন।
৫। এরপর লগ ইন টু এক্সিস্টিং অ্যাকাউন্ট অপশনটি নির্বাচন করুন।
৬। এবার ইউজার নেম ও পাসওয়ার্ড লিখুন।
* প্রয়োজন হলে আরও অ্যাকাউন্ট যোগ করতে পারেন। সেক্ষেত্রে পুনরায় একই পদক্ষেপ অনুসরণ করতে হবে।
কীভাবে অ্যান্ড্রয়েড এবং আইফোনে একাধিক অ্যাকাউন্ট স্যুইচ করবেন?
প্রথম উপায়ঃ
১। ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন।
২। প্রোফাইল ট্যাবে প্রবেশ করুন।
৩। নিচে থাকা প্রোফাইল ছবি কিছুক্ষণ প্রেস করলেই আপনার পছন্দমত অ্যাকাউন্টে স্যুইচের অপশন পেয়ে যাবেন।
দ্বিতীয় উপায়ঃ
১। ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করুন।
২। প্রোফাইল ট্যাবে ডাবল ট্যাপ করলেই স্বয়ংক্রিয়ভাবে অন্য অ্যাকাউন্টে স্যুইচ হয়ে যাবে।
তো এই ছিল কীভাবে একই ডিভাইসে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন তার উপায়গুলো। জানা থাকলে কাজে লাগতে পারে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন