লিংকডইনে কীভাবে জানবেন কে আপনার প্রোফাইল দেখেছেন?
পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সহজেই চাকরিও খোঁজা যায়। আর তাই অন্য ব্যবহারকারী বা চাকুরিপ্রার্থীদের সম্পর্কে সাম্যক ধারণা পেতে নিয়মিত অপরিচিত ব্যক্তি বা প্রার্থীদের প্রোফাইলে প্রবেশ করে তাঁদের কর্মস্থল, পেশা, শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য দেখেন চাকুরিদাতাসহ অনেকেই। লিংকডইনে কে বা কারা আপনার প্রোফাইলে প্রবেশ করেছেন বা দেখেছেন, তা অ্যাপ নোটিফিকেশন, পুশ নোটিফিকেশন ও ই–মেইলের মাধ্যমে খুব সহজেই জানা যায়। কে আপনার প্রোফাইল দেখেছে বা প্রবেশ করেছে তার তথ্য জানাতে নিজের পছন্দমতো মাধ্যমও নির্বাচন করা যায় লিংকডইনে।
প্রোফাইল কে বা কারা দেখেছেন বা প্রবেশ করেছেন, তা জানার মাধ্যম নির্বাচনের জন্যঃ
১। প্রথমে আপনার স্মার্টফোন থেকে লিংকডইন অ্যাপে প্রবেশ করুন।
২। এবার ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩। এরপর সেটিংস থেকে নোটিফিকেশনসে ক্লিক করুন।
৪। এবার ‘নোটিফিকেশনস ইউ রিসিভ’ অপশনের নিচে থাকা ‘কানেকটিং উইথ আদারস’ নির্বাচন করুন।
৫। এবার পরের পৃষ্ঠায় থাকা ‘প্রোফাইল ভিউজ’ নির্বাচন করুন।
৬। এবার ‘চুজ হোয়ার ইউ গেট নোটিফায়েড’–এর নিচে তিনটি অপশনের যেকোনো একটি নির্বাচন করুন।
- ইন অ্যাপ নোটিফিকেশনের পাশে থাকা অপশনটি চালু করলে নোটিফিকেশনের মাধ্যমে জানা যাবে।
- পুশ নোটিফিকেশনের পাশে থাকা অপশনটি চালু করলে পুশ নোটিফিকেশন আকারে জানা যাবে।
- ই–মেইলের পাশে থাকা অপশনটি চালু করলে ই–মেইলের মাধ্যমে জানা যাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন