এক্সেও করা যাবে জুম ও গুগল মিটের মতো অনলাইনে মিটিং
জুম ও গুগল মিটের মতো অনলাইনে ভিডিও কনফারেন্স করার সুযোগ দিতে ‘এক্স কনফারেন্সেস’ নামের নতুন ফিচার নিয়ে আসছে যাচ্ছে মাইক্রো ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার)। এ সুবিধা চালু হলে এক্সে অডিও-ভিডিও কল করার পাশাপাশি একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে এক সঙ্গে অনলাইনে মিটিং করা যাবে। এক্সের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম এক্স ডেইলি নিউজ সম্প্রতি এই এ তথ্য জানিয়েছে।
এক্স ডেইলি নিউজের পোস্টে এক্সের করা পোষ্টের স্ক্রিনশট দিয়ে প্রকাশিত খবর অনুযায়ী, এক্সে ‘জবস’ ও ‘ক্রিয়েট ইউর স্পেসেস’–এর ঠিক নিচেই ‘কনফারেন্সেস’ নামের একটি নতুন অপশন রয়েছে। কনফারেন্সেস ফিচারটির মাধ্যমে একইসঙ্গে একাধিক ব্যবহারকারী কনফারেন্স কলে যোগ দিতে পারবেন। তবে নতুন এই ফিচারের সাথে এক্সে বর্তমানে চালু থাকা স্পেসেস ফিচারের কিছু পার্থক্য রয়েছে। স্পেসেস অপশনে প্রবেশ করার পর যেসব ব্রডকাস্ট চ্যানেল চালু হয়, সেখানে ব্রডকাস্ট চ্যানেল তালিকা দেখা যায় ও পছন্দের ব্রডকাস্টে ট্যাপ করে সেখানে যুক্ত হওয়া যায়। তবে অন্যদের চালু করা কনফারেন্সেস-এ চাইলেই সবাই যুক্ত হতে পারেন না। গুগল মিট বা জুমের মতো নির্দিষ্ট লিংকের মাধ্যমে কনফারেন্সেস অপশনটিতে যোগ দিতে হবে।
ইলন মাস্ক এক্স এর মালিকানা নেওয়ার পর বিভিন্ন অ্যাপের জনপ্রিয় সুবিধাগুলো এক্সে যুক্ত করছেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে এক্সে অডিও-ভিডিও কল করার পাশাপাশি লাইভ ভিডিও ফিচার চালু করা হয়েছে। এমনকি ভিডিও স্ট্রিমিং করার জন্য টেলিভিশন অ্যাপের পাশাপাশি ‘এক্স জব সার্চ’ নামে চাকরি খোঁজার ফিচারও চালু করেছে এই মাইক্রো ব্লগ লেখার সাইটটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন