হোয়াটসঅ্যাপ কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো
অনেকেই জানতে চান হোয়াটসঅ্যাপ কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো। আজ আমরা উত্তর খুঁজবো হোয়াটসঅ্যাপ কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো সেই প্রশ্নের।
কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে, তাহলে আপনি তার ব্লক লিস্ট থেকে নিজেকে সরাসরি আনব্লক করতে পারবেন না। ব্লক করা ব্যবহারকারী যদি চান শুধুমাত্র তখনই ব্লক করা ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে আনব্লক হতে পারবে।
তবে আমরা চাইলে একটি উপায়ে সেই ব্লক করা ব্যাক্তিকে খুব সহজেই মেসেজ করতে পারি। চলুন জেনে আসি হোয়াটসঅ্যাপ কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কিনা কীভাবে বুঝবেন?
হোয়াটসঅ্যাপে কাউকে আনব্লক করতে-
১। প্রথমে অন্য কোনো বন্ধু বা পরিচিত কারো ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
২। এবার স্ক্রিনের উপরের ডান দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
৩। এবার "নিউ গ্রুপ" নির্বাচন করুন।
৪। এরপর যে ব্যাক্তি আপনাকে ব্লক করেছে তার নাম্বার খুঁজে তাকে গ্রুপে এড করুন।
৫। এবার আপনার নাম্বারটি গ্রুপে এড করুন। এতে আপনি সহ মোট তিন জন গ্রুপ মেম্বার হবেন।
৬। এবার গ্রুপের নাম ও বিবরণ দিয়ে গ্রুপ তৈরি শেষ করুন।
৭। এবার অন্য কোনো বন্ধু বা পরিচিত কারো ফোনেই তৈরিকৃত গ্রুপের নামের উপর ট্যাপ করুন।
৮। এবার "এক্সিট গ্রুপ" অপশনে ট্যাপ করুন। এতে ওই গ্রুপে শুধু আপনি ও আপনাকে ব্লক করা ব্যাক্তি থাকবেন।
৯। এবার আপনি আপনাকে ব্লক করা ব্যাক্তির সাথে আগের মতই মেসেজ আদান প্রদান করতে পারবেন।
তবে অন্য কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে আপনি তার সঙ্গে অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনাকে আনব্লক করার অনুরোধ করতে পারেন।
তো এই ছিল আজকের হোয়াটসঅ্যাপ কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো সে সম্পর্কে আলোচনা। আশা করি হোয়াটসঅ্যাপ কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো এই বিষয়ে আজকের এই পোষ্টটি আপনার কাজে লাগবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন