কিভাবে ইনস্টাগ্রাম নোট ব্যবহার করবেন?

কিভাবে ইনস্টাগ্রাম নোট ব্যবহার করবেন?

কিভাবে ইনস্টাগ্রাম নোট ব্যবহার করবেন?

ইন্সটাগ্রাম বর্তমানে জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোর একটি। প্রতিদিন আমরা কম বেশি ইন্সটাগ্রাম ব্যবহার করে থাকি। ইনস্টাগ্রামের অনেকগুলো ফিচারের মধ্যে নোট একটি। ইনস্টাগ্রাম নোটের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই তাদের অভিব্যক্তি প্রকাশের পাশাপাশি নিজের আপডেট অন্যদের কাছে উপস্থাপন করতে পারেন। ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ বিভাগে এ নোট লেখা যায়।


স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘন্টা পর মুছে যাওয়ায় অনেকেই নোটের মাধ্যমে নিয়মিত নতুন তথ্য প্রকাশ করেন। নোটে সর্বোচ্চ ৬০ অক্ষরের মেসেজের পাশাপাশি গান ও ভিডিওও যুক্ত করা যায়। আজকে আমরা আলোচনা করব কিভাবে ইনস্টাগ্রাম নোট ব্যবহার করবেন সে সম্পর্কে।

কিভাবে ইনস্টাগ্রাম নোটে মেসেজ যোগ করবেন? 

ইনস্টাগ্রাম নোটে মেসেজ যুক্ত করার জন্য-

  • প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের ওপরের ডান দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ।
  • এবার ডিরেক্ট মেসেজ বিভাগে প্রবেশ করুন। 
  • এরপর সার্চ বক্সের নিচে প্রোফাইল ছবির কোনায় থাকা ‘নোট’ অপশন ট্যাপ করুন। 
  • এবার নোট বক্সে প্রয়োজনীয় মেসেজ লিখুন।
  • এরপর ওপরের ডান দিকে থাকা ‘শেয়ার’ বাটনে ক্লিক করুন। ব্যাস, নোট প্রকাশ হয়ে যাবে।

কিভাবে ইনস্টাগ্রাম নোটে পছন্দের অডিও ও ভিডিও যোগ করবেন? 

চলুন দেখে নেওয়া যাক ইনস্টাগ্রাম নোটে কিভাবে পছন্দের গান যুক্ত করবেন। নোটে পছন্দের গান যুক্ত করতে-

  • প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ বিভাগে প্রবেশ করুন।
  • এবার ওপরের সার্চবারের বাঁ পাশে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল বক্সের ওপরে নোট লেখা বক্সটিতে ক্লিক করুন।
  • এবার প্রোফাইল ছবির বৃত্তের নিচে থাকা মিউজিক আইকনে ট্যাপ করুন।
  • এরপর সার্চ মিউজিক বক্স থেকে পছন্দের গান নির্বাচন করুন। (ভিডিও যোগ করতে চাইলে একইভাবে ‘ক্যামেরা’ আইকন ট্যাপ করে ভিডিও ধারণ করুন)। 
  • ওপরের ডান দিকে থাকা টিক মার্কে ট্যাপ করুন। 
  • এবার ওপরের ডান দিকে থাকা শেয়ার বাটনে ট্যাপ করুন। ব্যাস, নোটে নির্বাচিত অডিও বা ভিডিও যুক্ত হয়ে যাবে।

তো এই ছিল আজকের কিভাবে ইনস্টাগ্রাম নোট ব্যবহার করবেন সে সম্পর্কে আলোচনা। আশা করি ভালো লেগেছে। চাইলে আপনি উপরের পদ্ধতি অনুসরণ করে কিভাবে ইনস্টাগ্রাম নোট প্রকাশ করতে পারবেন।

মন্তব্যসমূহ