কিভাবে হোয়াটসঅ্যাপে ফেভারিটস ফিচার ব্যবহার করবেন?
তাৎক্ষণিক মেসেজ আদান-প্রদান, অডিও ও ভিডিও কল করার জন্য হোয়াটসঅ্যাপ সবচেয়ে জনপ্রিয়। যেহেতু বিভিন্ন ব্যক্তি ও গ্রুপে নিয়মিত মেসেজ আদান-প্রদান করতে হয় সেহেতু অনেক সময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঠানো মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যায় না। তবে নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের মেসেজ যেন সহজে খুঁজে পাওয়া যায় সেজন্য হোয়াটসঅ্যাপের হোমপেজে ‘ফেভারিটস’ নামের একটি ট্যাব রয়েছে। কেউ যদি আগে থেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম নির্বাচন করে রাখে তাহলে তাঁদের সঙ্গে আদান-প্রদান করা সব মেসেজ ফেভারিটস-এ জমা হয়ে থাকে। ফলে যেকোনো সময় সহজেই গুরুত্বপূর্ণ মেসেজগুলো খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুনঃ কিভাবে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন?
হোয়াটসঅ্যাপে ফেভারিটস ফিচার ব্যবহারের সুবিধা কি?
যাঁদের সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথা বলতে বা ফোন করতে হয়-
- খুব সহজেই তাদের খুঁজে পাওয়া যাবে।
- দ্রুত মেসেজ খুঁজে পাওয়া যাবে।
- বারবার সার্চ করে বের করতে হবে না।
- ব্যবহারকারীদের কম সময় ব্যয় হবে।
তাহলে চলুন জেনে আসি কিভাবে হোয়াটসঅ্যাপে ফেভারিটস ফিচার ব্যবহার করবেন।
হোয়াটসঅ্যাপে ফেভারিটস ফিচার ব্যবহার করবেন যেভাবে
ফেভারিট ট্যাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাঠানো মেসেজ ফেভারিটস-এ সংরক্ষণ করতেঃ
- প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।
- এবার ওপরে থাকা ফিল্টার অপশন থেকে ‘ফেভারিটস’ নির্বাচন করুন।
- এবার ‘অ্যাড টু ফেভারিটস’ অপশন নির্বাচন করুন।
- এবার ‘কন্ট্যাক্টস’ থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির ফোন নম্বর নির্বাচন করুন।
- এবার ডান দিকের নিচে থাকা টিকমার্ক আইকনে ট্যাপ করুন। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা সব মেসেজ ফেভারিট ট্যাবে জমা হবে।
আপনি চাইলে একাধিক ব্যক্তিকে ফেভারিটস ট্যাবে যুক্ত করতে পারবেন। আশা করি পোষ্টটি আপনার অনেক কাজে লাগবে। কিভাবে হোয়াটসঅ্যাপে ফেভারিটস ফিচার ব্যবহার করবেন তা জানা থাকলে আপনার অনেক মুল্যবান সময় বাঁচবে।
সুত্রঃ প্রথম আলো
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন