কিভাবে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন?

কিভাবে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন?

কিভাবে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন?

প্রতিদিন হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ছবি-ভিডিও শেয়ার করেন অনেকেই। ব্যবহারকারীদের ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে চ্যাট লক করার সুবিধা অনেকদিন আগেই এনেছে মেটা।

আরও পড়ুনঃ মুখের কথাকে লিখিত মেসেজ আকারে পাঠানোর ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটগুলো আপনি চাইলেই গোপন রাখতে পারবেন। অনেকসময় চ্যাট ওপেন রাখলে ও অন্যরা দেখতে পেলে মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমন পরিস্থিতিতে যেন পড়তে না হয় সেজন্য ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখতে পারেন।

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

  • প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। 
  • এবার যে চ্যাট লুকাতে চান, সেটি সার্চ করুন। 
  • এবার চ্যাট অপশনে ক্লিক করে ধরে রাখুন।
  • এরপর মেনু থেকে ‘লক চ্যাট’ সিলেক্ট করুন। 
  • এরপর ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করুন।
  • এবার চ্যাট লক করতে নিজেদের আঙুলের ছাপ অথবা নিজের মুখের ছবি দিয়ে নিশ্চিত করুন।
  • এবার উপরের ডানদিকে থ্রি ডটে ক্লিক করুন। 
  • এরপর ‘চ্যাট লক সেটিংস’ সিলেক্ট করুন। 
  • ‘সিক্রেট কোড’ অপশন ক্লিক করুন।
  • এবার লক করা চ্যাট ফোল্ডার অ্যাক্সেস করতে আপনার পছন্দমতো কোড লিখুন। 
  • এরপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন।
  • সবশেষে ‘ডান’ অপশনে ক্লিক করুন।
  • এবার ‘হাইড লকড চ্যাটস’ এনাবেল করুন। এতে আপনার লক করা চ্যাট ফোল্ডারটি হোয়াটসঅ্যাপ হোম পেজ থেকে হাইড হয়ে যাবে।

লক করা চ্যাট ফোল্ডার অ্যাক্সেস করতে হোয়াটসঅ্যাপের হোম পেজে সার্চ বারে গিয়ে নিজেদের ‘সিক্রেট কোড’ দিন।

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]