কিভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক এবং আনলক করবেন?

কিভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক এবং আনলক করবেন?

কিভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক এবং আনলক করবেন?

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনিস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোপনীয় বিভিন্ন তথ্য আদান-প্রদান করে থাকেন অনেকেই। অন্য কারও হাতে ফোন গেলে বা দেখে ফেললে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে আপনি চাইলেই হোয়াটসঅ্যাপের ‘চ্যাট লক’ সুবিধা কাজে লাগিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা সব তথ্য লুকিয়ে রাখতে পারবেন। আঙুলের ছাপ বা পাসওয়ার্ড ব্যবহার করে লক করার সুযোগ থাকায় অন্য কেউ ফোন ব্যবহার করলেও সেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আদান-প্রদান করা মেসেজ বা তথ্য সে দেখতে পারবে না। চলুন হোয়াটসঅ্যাপে চ্যাট লক করার পদ্ধতি জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ কিভাবে হোয়াটসঅ্যাপে জিআইএফ তৈরি করে বন্ধুকে পাঠাবেন?

কিভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক করবেন?

হোয়াটসঅ্যাপে চ্যাট লক করার জন্য -

১। প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন।

২। নির্দিষ্ট ব্যক্তির নাম ট্যাপ করে চ্যাট বক্সে প্রবেশ করুন। 

৩। এরপর চ্যাট বক্সের ওপরে নির্দিষ্ট ব্যক্তির নামে ট্যাপ করে নিচে থাকা ‘চ্যাট লক’ অপশনের পাশে থাকা টগলটি চালু করুন।

৪। এবার ‘কিপ দিস চ্যাট লকড অ্যান্ড হিডেন’ লেখা পপআপের নিচে থাকা কনটিনিউ বাটনে ট্যাপ করুন।

৫। এবার আঙুলের ছাপ দিলেই ‘দিস চ্যাট ইজ লকড’ নামের পপআপ প্রদর্শনের পাশাপাশি চ্যাটটি লক হয়ে যাবে 

৬। একবার লক হয়ে গেলে সেটি হোয়াটসঅ্যাপের সাধারণ উইন্ডোতে দেখা যাবে না।

কিভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট আনলক করবেন?

হোয়াটসঅ্যাপে চ্যাট আনলক করার জন্য -

১। প্রথমে লকড চ্যাট অপশনে ক্লিক করন।

২। এবার আঙুলের ছাপ দিন। 

৩। এরপর লক করা সব চ্যাটের তালিকা থেকে যে চ্যাটটি আনলক করতে চান, সেটির চ্যাট বক্সে প্রবেশ করুন।

৪। এবার পরের পৃষ্ঠায় চ্যাট লকের পাশে থাকা টগলটি বন্ধ করুন।

৫। এবার আঙুলের ছাপ দিলেই চ্যাটটি আনলক হয়ে যাবে।

তো এই ছিল আজকের কিভাবে হোয়াটসঅ্যাপের চ্যাট লক বা আনলক করবেন তা নিয়ে আলোচনা। আশা করি পোষ্টটি ভালো লেগেছে। ভালো লাগলে পোস্টটি শেয়ার করে দিন।


মন্তব্যসমূহ