ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ রাশিয়ান সংবাদমাধ্যম

ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ রাশিয়ান সংবাদমাধ্যম

ফেসবুক-ইনস্টাগ্রামে নিষিদ্ধ রাশিয়ান সংবাদমাধ্যম

এবার মেটা মালিকানাধীন ফেসবুক এবং ইন্সটাগ্রামে নিষিদ্ধ হল রাশিয়ান সংবাদমাধ্যম। গোপনে অনলাইনে প্রভাব বিস্তার করতে নানান রকম প্রতারণামূলক পদ্ধতি বেছে নেয়ার অভিযোগে রাশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম নিষিদ্ধ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডস। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

মেটার বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করে, রাশিয়া সেগোদনিয়া, আরটি সহ এদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে বৈশ্বিকভাবে নিষিদ্ধ করেছে মেটা। অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি।

এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাংবাদ সম্মেলনে জানিয়েছে, এমন পদক্ষেপ নিয়ে মেটা তাদের নিজেদের কলঙ্কিত করছে। রুশ সংবামাধ্যমের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ একেবারেই গ্রহণ করা যায় না।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]