Google News Logo Follow on Google News

এখন হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন রাখা যাবে

এখন হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন রাখা যাবে

এখন হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন রাখা যাবে

প্রাইভেসি নিরাপত্তা বাড়াতে এবার ব্যবহারকারীদের নম্বর গোপন রাখার সুবিধা চালু করতে যাচ্ছে মেটা মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এর ফলে কমিউনিটি অপশনে গোপনীয়তার একটি নতুন স্তর যুক্ত হবে হোয়াটসঅ্যাপে।


এখন হোয়াটসঅ্যাপে ফোন নম্বর গোপন রাখা যাবে


জানা গেছে, ফিচারটি তিনটি অপশন চালু করবে-ফোন নম্বর, ইউজারনেম ইউজারনেম উইথ পিন। এর মধ্যেইউজারনেমঅপশন নির্বাচন করলে ব্যবহারকারীদের ফোন নম্বর অপরিচিত ব্যক্তিদের কাছে দৃশ্যমান হবে না। আরইউজারনেম উইথ পিনঅপশনের মাধ্যমে ব্যবহারকারীরা চার সংখ্যার একটি পিন নম্বর নির্ধারণ করতে পারবেন। জানা থাকলেই শুধু অন্য ব্যক্তিরা তাকে বার্তা পাঠাতে পারবেন।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে চালু হল গ্রুপ মেনশন ফিচার! কীভাবে ব্যবহার করবেন?

নতুন ফিচার প্রাইভেসি বাড়াতে সহায়ক হলেও যারা এরই মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ লিস্টে রয়েছেন, তারা এখনো ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন। ফিচারটির মূল উদ্দেশ্য হলো অজানা ব্যক্তিদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত মেসেজ কল থেকে ব্যবহারকারীদের রক্ষা করা।

বর্তমানে হোয়াটসঅ্যাপ ইউজারনেম অ্যান্ড পিন ফিচারটি অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পরীক্ষা করছে। এটি খুব শিঘ্রই সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মোচন করা হবে বলে জানা গেছে।


إرسال تعليق

© Top VIP Account. All rights reserved. Premium By Top VIP Account