ইনস্টাগ্রামে নিজের অবস্থান জানানো যাবে সহজেই
ইনস্টাগ্রাম মেটা মালিকানাধীন ছবি ও ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম যা তরুণদের কাছে বেশ জনপ্রিয়। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে ইনস্টাগ্রাম নিয়মিত নতুন নতুন সুবিধা যোগ করে। এরই ধারাবাহিকতায়, বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে নিজের অবস্থানের হালনাগাদ তথ্য জানাতে ‘লাইভ লোকেশন’ সুবিধা চালু করেছে এই প্ল্যাটফর্মটি।
নতুন এ সুবিধার মাধ্যমে সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত একটানা নিজের অবস্থান শেয়ার করা যাবে বন্ধুদের সাথে। এছাড়া, ব্যবহারকারীরা চাইলে সম্ভাব্য অবস্থান আগে থেকেই ম্যাপে পিন করে তা অন্যদের জানাতে পারবেন। এর ফলে কনসার্ট বা জনাকীর্ণ স্থানে বন্ধুদের খুঁজে পাওয়া সহজ হবে।
আরও পড়ুনঃ ইনস্টাগ্রামের নতুন ফিচার: ৩০০ স্টিকার, নাম পরিবর্তন, ও আরও অনেক চমক!
ইনস্টাগ্রামের তথ্যমতে, ডিরেক্ট মেসেজ বা গ্রুপ চ্যাটের মাধ্যমে এক বা একাধিক বন্ধুর কাছে অবস্থানের হালনাগাদ তথ্য শেয়ার করা যাবে। তবে এ তথ্য শুধু নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ফলে নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের চিন্তার কোনো কারণ নেই।
অবস্থান শেয়ার করার পাশাপাশি ইনস্টাগ্রাম ডিরেক্ট মেসেজে আলাদা নাম ব্যবহারের সুবিধাও যোগ করেছে। ব্যবহারকারীরা চাইলে ডিরেক্ট মেসেজ অপশনে নিজেদের বা বন্ধুদের জন্য নতুন নাম যুক্ত করতে পারবেন। তবে নতুন ফিচারটি শুধুমাত্র মেসেজের জন্য প্রযোজ্য; এতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মূল নাম পরিবর্তিত হবে না।