২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
![]() |
ছবিঃ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) |
শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে ইকমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "১৪ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ২০ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান (সকল পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ)।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। অভিজ্ঞতা সম্পন্নদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন: ২৪০০০ টাকা।
অন্যান্য সুবিধা:
শিক্ষানবীশকাল ০৬ মাস (প্রথম ০৪ মাস শিক্ষানবীশ শাখা ব্যবস্থাপক এবং পরবর্তী ০২ মাস ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করতে হবে)। শিক্ষানবীশকাল শেষে যোগ্যতা যাচাইকরণ পরিক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে চাকুরী নিয়মিতকরনের পর সংস্থারবিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসাভাতা, যাতায়াতভাতা, মোবাইলভাতা, লাঞ্চ ভাতা, পি.এফ, গ্র্যাচুইটি, ছুটি নগদায়ন, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্সুরেন্সসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের ১৩৭টি শাখা।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি | এবং যোগাযোগ নম্বর ও পরিচয় প্রদানে সক্ষম এমন দুইজন অনাত্মীয় ব্যক্তির নাম উল্লেখ পূর্বক আবেদনপত্রসহ জীবনবৃত্তান্ত আগামী ১৪ মে, ২০২৫ ইং তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
ঠিকানা:
নির্বাহী পরিচালক
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)
কোডেক ভবন, প্লট # ২, রোড # ২, লেক ভ্যালী আ/এ
হাজী জাফর আলী রোড, ফয়েজলেক, চট্টগ্রাম-৪২০২।
আবেদনপত্রের / খামের উপর আবেদনকৃত পদ উল্লেখ করতে হবে।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ নিচে দেওয় হলঃ