Find job vacancies

৩৫১৯৬ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও

Also Read

৩৫১৯৬ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও

৩৫১৯৬ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও
ছবিঃ পদক্ষেপ

বাংলাদেশের
অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা "পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র" ১৯৮৬ সাল থেকে টানা ৩৯ বছর ধরে দেশজুড়ে দারিদ্র্য বিমোচন সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। পর্যন্ত কোটিরও বেশি মানুষের জীবনমান উন্নয়নে এই সংস্থার অবদান অনস্বীকার্য। সংস্থাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ৭০০-এর অধিক শাখা, প্রোগ্রাম অফিস প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৩০টিরও বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন বিভাগকে আরও গতিশীল করতে উপযুক্ত দক্ষ প্রার্থীদেরকে নিচে উল্লিখিত পদে আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিতে পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "২০ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব)

পদ সংখ্যা: ১০০ টি। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান। শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ স্কেলে .৫০ এবং স্কেলে .২৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে নিয়মিত অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই।

বেতন: ৩৫১৯৬ টাকা।

অন্যান্য সুবিধা: চাকুরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, সাপ্তাহিক দিন ছুটি, স্ববেতনে মাস মাতৃত্বজনিত ছুটি, সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।

আবেদনের বয়স: ২৪ থেকে ৩২ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে। পদক্ষেপ - এর যে কোনো ব্রাঞ্চ অফিস।

দায়িত্বসমূহ:

  • ব্রাঞ্চের হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা।
  • আর্থিক ব্যবস্থাপনার অংশ হিসেবে ভাউচার ব্যবস্থাপনা (বিল/দাবি যাচাই ও অনুমোদন) পরিচালনা।
  • ব্যাংক লেনদেন, জমা-উত্তোলন ও ব্যাংক রেকনসিলিয়েশন সম্পাদন।
  • আর্থিক প্রতিবেদন (মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক) প্রস্তুতকরণ ও জমাদান।
  • ব্রাঞ্চের বাৎসরিক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন পর্যবেক্ষণ।
  • হিসাবের ব্যালেন্স শিট প্রস্তুতকরণ ও আর্থিক সামঞ্জস্য নিশ্চিতকরণ।
  • ডেইলি কনজাম্পশন রিপোর্ট (ডিসিআর) যথাযথভাবে প্রস্তুতকরণ।
  • ক্যাশবুক ও জেনারেল লেজার হালনাগাদকরণ ও রক্ষণাবেক্ষণ।
  • আয়-ব্যয়ের হিসাবে ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত গণনা, জমা ও রিটার্ন দাখিল।
  • ব্রাঞ্চের তহবিল ব্যবস্থাপনা (নগদ অর্থের প্রবাহ ও ব্যবহার নিয়ন্ত্রণ)।
  • স্থায়ী সম্পদের হিসাব রক্ষণ, মূল্যায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকি।

আরও পড়ুনঃ ২৯৭৫৩ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ৩৮০ জন কমিউনিটি ম্যানেজার-১ নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও

আবেদনের নিয়ম

১। -মেইলের মাধ্যমে আবেদন:

প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক বরাবর নিম্নলিখিত ডকুমেন্টের স্ক্যানকপি career@padakhep.org -মেইলে পাঠাতে হবে:

  • স্বহস্তে লিখিত আবেদনপত্র (- সাদা কাগজে; দুইজন পরিচিত বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা মোবাইল নম্বর উল্লেখ সহ)
  • আপডেটেড জীবনবৃত্তান্ত (CV)
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩টি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট)
  • জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদ-এর সত্যায়িত ফটোকপি।
  • সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র-এর সত্যায়িত কপি।

২। হার্ডকপি জমাদান:

উপরের সকল কাগজপত্রের ফিজিক্যাল কপি নিম্নোক্ত ঠিকানায় ২০ মে ২০২৫-এর মধ্যে জমা দিন:

নির্বাহী পরিচালক

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

এস টাওয়ার (বাড়ি নং-২৮/), পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫

(সরাসরি বা ডাকযোগে প্রেরণযোগ্য)

৩। এছাড়াও প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শর্তাবলী:

  • খামের উপর পদের নাম আবেদনকারীর জেলা স্পষ্টভাবে লিখুন।
  • লিখিত পরীক্ষায় অংশগ্রহণকালে নগদ ২০০ টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে।
  • প্রশিক্ষণ শুরুর সময় জমা দিতে হবে:
  • প্রধান অভিভাবকের ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
  • আবেদনকারীর দুইজন আত্মীয়/পরিচিত গ্যারান্টর-এর ফরম (সরকারি/আধা-সরকারি/বেসরকারি চাকুরিজীবী)
  • প্রশিক্ষণ শেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে "স্টাফ সেভিংস ডিপোজিট" অ্যাকাউন্টে ১০০০০ টাকা জমা দিতে হবে। চাকরি সমাপ্তি/স্থায়ীকরণের পর এই অর্থ লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।
  • নারী প্রার্থীদের আবেদনে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।


Caution - In the recruitment process, legitimate companies never charge a fee from candidates. If there are companies that charge for interviews, tests, ticket reservations, etc., it is better to avoid them because there are indications of fraud. Do not transfer any payments when applying for a job.
Join the conversation
Post a Comment
Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Link copied to clipboard!