২৫০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ২০০ জন লোন অফিসার পদে নিয়োগ দিচ্ছে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)
২৫০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ২০০ জন লোন অফিসার পদে নিয়োগ দিচ্ছে ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)
![]() |
ছবিঃ ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) |
ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, নারী ক্ষমতায়ন, পানি-স্যানিটেশনসহ নানাবিধ খাতে কাজ করে। এনজো অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত এই সংগঠনের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন এবং বৈষম্যহীন সমাজ গঠন, যেখানে নারী-পুরুষ সমানভাবে উন্নয়ন প্রক্রিয়ায় অংশ নেবে।
"ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)"- "লোন অফিসার" পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "১৫ মে ২০২৫" পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: লোন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর। লোন অফিসার পদে প্রার্থীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এবং চাকুরি চলমান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে।
অভিজ্ঞতা: স্নাতক/ স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ২৩০৮০ থেকে ২৫০০০ টাকা।
আবেদনের বয়স: অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৯ বছর ।
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
দায়িত্বসমূহ:
- যোগদানের ৩-৪ মাসের মধ্যে সদস্যদের নিয়ে দল গঠন সম্পন্ন করা।
- গঠিত দল ব্রাঞ্চ ভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় শুরু করা।
- কর্মসূচির নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করা।
- চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক/ মাসিক কিস্তি আদায় করা।
- ঋণ ও সঞ্চয় হিসাব ফরম, রেজিস্টার/ শিটসমূহ সংরক্ষণ করা।
- দল থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ব্রাঞ্চে এলও কাম ক্যাশিয়ারের নিকট জমা দেয়া।
- ঋণের আবেদন ফরম, দৈনিক আদায়যোগ্য ও আদায়কৃত তথ্য বোর্ড পূরণ করা।
- পালাতক সদস্য ও পুরাতন ঋণের টাকা আদায়ে সচেষ্ট থাকা।
- ব্রাঞ্চ ম্যানেজারের নির্দেশনা ও সংস্থার নীতিমালা অনুযায়ী কাজ করা।
শর্তাবলী:
- প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়ন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে।
- প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
- আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নাম্বার ও ইমেইল এ্যাড্রেস উল্লেখ করতে হবে।
- বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী এবং অধূমপায়ী হতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে পরিচালক (এইচআরএম অ্যান্ড পিএমইএল)-এর কাছে জীবনবৃত্তান্ত ও আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সাথে ২টি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, প্রাসঙ্গিক অভিজ্ঞতার দলিল (প্রযোজ্য ক্ষেত্রে) এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে উল্লিখিত ঠিকানাগুলোর মধ্যে পছন্দসই কেন্দ্রে (যেখানে পরীক্ষায় অংশ নিতে চান) জমা দিতে হবে।
আরও পড়ুনঃ ৩৭৯৫৫ টাকা বেতনে এইচএসসি পাসে ১০০ জন অফিসার নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও
নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের ১০০ টাকা পরীক্ষার ফি (অ-ফেরতযোগ্য) নগদ প্রদান করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে, চাকরিতে যোগদানের পূর্বে ১৫,০০০ টাকা জামানত হিসাবে জমা রাখতে হবে। চাকরি সমাপ্তির পর এই জামানতের টাকা সুদসহ ফেরত প্রদান করা হবে।
ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশগ্রহণের তারিখ ও স্থান সমূহ :
- পরীক্ষার তারিখ: ২৫-০৪-২০২৫, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, বরিশাল। কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ রোড, কাশিপুর, বরিশাল।
- পরীক্ষার তারিখ: ০৯-০৫-২০২৫, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান:সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পার্শ্বে, ডাকঘর-হালিমানগর, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা।
- পরীক্ষার তারিখ: ২৩-০৫-২০২৫, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান:মুসলিম একাডেমি, ডিসি অফিসের পশ্চিম পার্শ্বে, বই মার্কেট সংলগ্ন, কারবালা রোড, যশোর ।
- পরীক্ষার তারিখ: ৩০-০৫-২০২৫, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ, প্রযত্নে-মিজ্ কামরুন্নাহার, হোল্ডিং নং-২৩০/০২, (রানি মহল সিনেমা হলের সামনে মালেক প্লাজার পিছনে) ওয়ার্ড নং-৬৭, পশ্চিম সারুলিয়া, ডেমরা, ঢাকা।
- পরীক্ষার তারিখ: ২০-০৬-২০২৫, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: সিএসএস নরসিংদী সদর-০১ ব্রাঞ্চ, ভেলানগর, তিতাস গ্যাস রোড, মা ক্লিনিকের উত্তর পার্শ্বে (দ্বিতীয় তলা), জেলখানা মোড়, গ্রাম-চিনিশপুর, ডাকঘর-নরসিংদী।
- পরীক্ষার তারিখ: ২৭-০৬-২০২৫, সময়: সকাল ৯.০০ ও পরীক্ষার স্থান: সিএসএস মোস্তফাপুর ব্রাঞ্চ, উকিল বাড়ি, ঘটমাঝি, মোস্তফাপুর, (মোস্তফাপুর বাস স্ট্র্যান্ড সংলগ্ন), মাদারীপুর সদর, মাদারীপুর।
ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।