৩৭৯৫৫ টাকা বেতনে এইচএসসি পাসে ১০০ জন অফিসার নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও

Also Read

৩৭৯৫৫ টাকা বেতনে এইচএসসি পাসে ১০০ জন অফিসার নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও

৩৭৯৫৫ টাকা বেতনে এইচএসসি পাসে ১০০ জন অফিসার নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও
ছবিঃ মৌসুমী এনজিও

মৌসুমি এনজিও একটি সুপরিচালিত ক্ষুদ্রঋণ সংস্থা। এই সংস্থাটি নওগাঁ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং জয়পুরহাট জেলায় ৭৫,১০৯ জনের বেশি মানুষকে সেবা প্রদান করে। মৌসুমির মূলতঃ সমন্বিত কৃষি ইউনিট, দারিদ্র্য দূরীকরণ প্রকল্প (সমৃদ্ধ), বয়স্ক ব্যক্তিদের সহায়তা কর্মসূচি, RAISE, RMTP, SMART-এর মতো বিশেষ প্রকল্প, মানবাধিকার ও শিক্ষাবিষয়ক উদ্যোগ ইত্যাদি উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। মৌসুমি এনজিওটির ৪০০ জন কর্মী একত্রে এই সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন। তাদের সমস্ত প্রকল্প গ্রামীণ ও শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নে নিয়মিত অবদান রাখছে।

"মৌসুমী এনজিও"- "অফিসার" পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "৮ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।

মৌসুমী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: অফিসার

পদ সংখ্যা: ১০০ টি। 

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি।

অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছর। অভিজ্ঞতা না থাকলে শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করা যাবে। শিক্ষানবিশ অফিসার হিসাবে নির্বাচিত হলে ফ্রি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মীর কর্মদক্ষতা অর্জণের পর মূল্যায়ণ সাপেক্ষে শিক্ষানবিশ অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে।

বেতন: ৩১৬০০ থেকে ৩৭৯৫৫ টাকা।

আবেদনের বয়স: ১৮ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী।

আরও পড়ুনঃ ৫৫৫৮৫ টাকা বেতনে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও

দায়িত্বসমূহ:

  • নতুন ক্ষেত্র বা প্রকল্প খুঁজে বের করা, এলাকা জরিপের মাধ্যমে সম্ভাব্য সদস্য নির্বাচন করা।
  • সমিতি গঠন করে নীতিমালা অনুযায়ী সদস্য ও সমিতি সঠিকভাবে পরিচালনা করে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন।
  • সদস্যদের কাছ থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তির টাকা পাসবই, টপসিট, এবং ভাউচারে সঠিকভাবে লিখে রাখা।
  • আদায়কৃত অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে শাখার হিসাব বিভাগে জমা দেওয়া নিশ্চিত করা।
  • প্রতিদিন নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নতুন সদস্য ভর্তি, ঋণ বিতরণ, সঞ্চয় আদায়, এবং বকেয়া টাকা উত্তোলন করা।
  • সমাজের সকল স্তরের মানুষকে মৌসুমি’র সেবার আওতায় নিয়ে আসা।
  • সংস্থার সকল নীতিমালা, অফিসিয়াল সার্কুলার, এবং নির্দেশনা সম্পর্কে সচেতন থাকা ও তা মেনে চলা।
  • টিমের সাথে সমন্বয় করে কাজ করা এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা রাখা।

বিঃদ্রঃ অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে নিয়োগ দিয়ে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মীর কর্মদক্ষতা অর্জণের পর মূল্যায়ণ সাপেক্ষে শিক্ষানবিশ অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষানবিশ অফিসার এর জন্য নির্ধারিত বেতন ভাতা প্রাপ্য হবেন। অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে গ্রেড-১/গ্রেড-২/গ্রেড-৩ নির্ধারন করা হবে এবং সেই অনুযায়ী বেতন ভাতা প্রাপ্য হবেন। শিক্ষানবিশকাল ৩-৬ মাস। উক্ত সময়ে বেতন ভাতা নিয়োগ বোর্ডে অথবা অরিয়েনটেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের নিয়ম:  আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রাথীগণকে স্বহস্তে আবেদনপত্র, বিস্তারিত জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের মূলকপি এবং অন্যান্য সকল নথিপত্র আগামী ০৮/০৫/২০২৫খ্রি. তারিখের মধ্যে বরাবর "নির্বাহী পরিচালক'' মৌসুমী (রেড ক্রিসেন্ট অফিসের পিছনে) উকিলপাড়া, নওগাঁ এই ঠিকানায় পাঠাতে হবে।

মৌসুমী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন


Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url