২৪০৫০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)

Also Read

২৪০৫০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)

২৪০৫০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)
ছবিঃ গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)

গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) (GRAMAUS) একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার প্রতিষ্ঠা ১৯৮৪ সালে কিছু তরুণ প্রগতিশীল, প্রাণবন্ত ও অঙ্গীকারবদ্ধ সমাজকর্মী ও এনজিও কর্মীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে। এদের সামাজিক কাজের অভিজ্ঞতা থেকে উদ্ভূত হয় যে শুধু মানুষকে সাহায্য নয়, বরং গ্রামীণ দরিদ্রদের নিজেদের উন্নয়নের দায়িত্ব নেওয়ার সক্ষমতা তৈরি করাই মূল লক্ষ্য। দারিদ্র্য বিমোচন ও নারী, আদিবাসী, ভূমিহীন ও ক্ষুদ্র কৃষক পরিবারদের স্বাবলম্বী করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য। গ্রামাউস গ্রামীণ সম্পদের ব্যবহার, দলগত সংগঠন তৈরি, প্রশিক্ষণ, আয় বৃদ্ধিমূলক কর্মসূচি, অনানুষ্ঠানিক শিক্ষা, নারী ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং প্রয়োজনভিত্তিক সমস্যা সমাধানের মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করে।

"গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) (GRAMAUS)"- বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "২৯ মে ২০২৫" পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) (GRAMAUS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: ফিল্ড অফিসার (কেবলমাত্র পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই। তবে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে ফিল্ড অফিসার পদে কাজ বছর করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ২০০৫০ টাকা।

আবেদনের বয়স: ২৫ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।


পদের নাম: ফিল্ড অফিসার (কেবলমাত্র পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই। তবে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে ফিল্ড অফিসার পদে কাজ বছর করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ২২০৫০ টাকা।

আবেদনের বয়স: ২৫ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।


পদের নাম: ফিল্ড অফিসার (কেবলমাত্র পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই। তবে পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত ঋণ কার্যক্রমে ফিল্ড অফিসার পদে কাজ বছর করার অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ২৪০৫০ টাকা।

আবেদনের বয়স: ২৫ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।

পদসংখ্যা: একত্রে ৫০ টি। 

আবেদনের নিয়ম:  আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ মে ২০১৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে নিয়ে স্বাক্ষরকারী বরাবরে আবেদন পত্রসহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি ও চেয়ারম্যান/মেয়র কর্তৃক চারিত্রিক সনদপত্র সংযোজন করে সংস্থার প্রধান কার্যালয়, কানিজ মহল, ময়মনসিংহে জমা দিতে হবে।

ঠিকানা:

১০২ ডিবি রোড, সেহড়া, মুন্সিবাড়ি,

(মোঃ আব্দুল খালেক ) নির্বাহী পরিচালক গ্রামাউস, ময়মনসিংহ।

‘কানিজ মহল' ১০২. ডি.বি রোড, সেহড়া মুন্সিবাড়ী, ময়মনসিংহ। 

ফোন: ০২৯৯৬৬-৬২৯৯৩, মোবাইল অফিস: ০১৭৭৮-০৫৫৫৩৫ 

E-mail: gramausbd@gmail.com, edgramaus@gmail.com

গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) (GRAMAUS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) (GRAMAUS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫


Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url