২৭২৫০ টাকা বেতনে এইচএসসি পাসে ক্রেডিট অফিসার পদে নিয়োগ দিচ্ছে পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা
২৭২৫০ টাকা বেতনে এইচএসসি পাসে ক্রেডিট অফিসার পদে নিয়োগ দিচ্ছে পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা
![]() |
ছবিঃ পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা |
"পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা"- "ক্রেডিট অফিসার" পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "১২ এপ্রিল ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক, স্নাতক/সম্মান, মাস্টার্স।
অভিজ্ঞতা: সর্বনিম্ন ১ বছর। জাতীয় পর্যায়ের কোনো NGO অথবা PKSF এর কোনো সহযোগী সংস্থায় মাইক্রোক্রেডিট এ অভিজ্ঞতা থাকতে হবে
বেতন: ২৭২৫০ টাকা।
আবেদনের বয়স: সর্বনিম্ন ১৮ বছর।
কর্মস্থল: ময়মনসিংহ।
আবেদনের নিয়ম: আবেদনকারীদের অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে-
- পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (স্পষ্টভাবে উল্লেখযোগ্য ২ জন ব্যক্তির রেফারেন্সের নাম ও যোগাযোগ তথ্য সংযুক্ত করতে হবে);
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২টি ছবি;
- সকল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদপত্রের কপি;
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি;
- প্রাসঙ্গিক অভিজ্ঞতার সনদ (যদি প্রযোজ্য হয়)।
১. শারীরিকভাবে/ডাকযোগে:
উপরের সকল কাগজপত্র একটি খামে ভরে নির্বাহী পরিচালক, পরশমনি সামাজিক উন্নয়ন সংস্থা, বগার বাজার, ত্রিশাল, ময়মনসিংহ – ২২২০ ঠিকানায় প্রেরণ করুন। খামের সামনে আবেদনকারীর নাম, আবেদনকৃত পদ, ও মোবাইল নম্বর স্পষ্টভাবে লিখতে হবে।
২. ই-মেইলের মাধ্যমে:
সমস্ত ডকুমেন্ট একটি একক PDF ফাইলে স্ক্যান করে hr.porashmoni@gmail.com ঠিকানায় পাঠাতে হবে। ফাইলের নাম অবশ্যই এই ফরম্যাটে লিখুন:
- “প্রার্থীর নাম_আবেদনকৃত পদ_মোবাইল নম্বর.pdf” (যেমন: আব্দুর_রহিম_প্রকল্পসমন্বয়ক_০১৭XXXXXXXX.pdf)।
- ভুল ফরম্যাটে আবেদন বা অসম্পূর্ণ ডকুমেন্ট জমা দেওয়া হলে তা বাতিল গণ্য হবে।
- সরাসরি জমা দেওয়ার ক্ষেত্রে মানবসম্পদ বিভাগের কার্যালয় সময়সূচি (সকাল ৯টা – বিকাল ৫টা) অনুসরণ করুন।
আবেদনের বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।