৩৫১২৬ টাকা বেতনে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) এনজিও
৩৫১২৬ টাকা বেতনে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) এনজিও
![]() |
ছবি: পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) |
"পল্লী প্রগতি সহায়ক সমিতি (পপসস) এনজিও"-এ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা আগামী "২০ এপ্রিল ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার (এইচআরএম)
পদসংখ্যা: ১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোন বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন হতে হবে এবং(পিজিডিএইচআরএম) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: নুন্যতম ৫ বছর।
বেতন: ৬৯১১২ টাকা।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (মাইক্রো ফাইনান্স কর্মসূচি)
পদসংখ্যা: ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: নুন্যতম ৫ বছর।
বেতন: ৩৫১২৬ টাকা।
আবেদনের বয়স: নির্দিষ্ট নয়।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে ছবিসহ বায়োডাটা আগামী ২০/০৪/২০২৫ইং তারিখ অফিস সময়ের মধ্যে ইমেইল যোগে অথবা ডাকযোগে প্রেরণ করতে আহবান করা যাচ্ছে।
ঠিকানা: বরাবর, নির্বাহী পরিচালক, পল্লী প্রগতি সহায়ক সমিতি, শাপলা সড়ক, আলীপুর, ফরিদপুর।
ইমেইল ঠিকানা: hrppssfaridpur@gmail.com
ইমেইল এ আবেদন প্রেরণের ক্ষেত্রে ই-মেইলের সাবজেক্ট এ পদের নাম উল্লেখ করতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনের সাথে পূর্ববর্তী সকল কর্মস্থলের ছাড়পত্র সংযুক্ত করতে হবে। কর্ম বিরতি প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। পিকেএসএফ অধ্যয়ণভুক্ত সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্রাঞ্চ ম্যানেজার প্রার্থীর ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা ও ক্ষুদ্র ঋণ সফটওয়ার এ কাজ করার পারদর্শিতা বাধ্যতামূলক থাকতে হবে। ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীগণকে ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুপীগঞ্জ ও নরসিংদী জেলাসহ দেশের অভ্যন্তরে যে কোন জেলায় কাজ করার জন্য মানসিকতা থাকতে হবে।