৫৫৫৮৫ টাকা বেতনে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও
৫৫৫৮৫ টাকা বেতনে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও
![]() |
ছবিঃ মৌসুমী এনজিও |
মৌসুমী উত্তরবঙ্গের নওগাঁ, বগুড়া, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট জেলায় তার কার্যক্রম বিস্তৃত রেখেছে। বর্তমানে এই সংস্থাটির মাধ্যমে ৭৫,১০৯ জনের অধিক সুবিধাভোগী আর্থিক সেবা ও উন্নয়নমূলক সুযোগ পেয়ে থাকেন। সংস্থাটির মূল লক্ষ্য হলো টেকসই উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।
"মৌসুমী এনজিও"- "শাখা ব্যবস্থাপক" পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "৬ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
মৌসুমী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যা: ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান।
অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছর। অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে শাখা ব্যবস্থাপক গ্রেড-১/ শাখা ব্যবস্থাপক গ্রেড-২/ শাখা ব্যবস্থাপক গ্রেড-৩ নির্ধারণ করা হবে।
বেতন: ৪১৮৫০ থেকে ৫৫৫৮৫ টাকা।
অন্যান্য সুবিধা:
- ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি।
- ৩টি উৎসব ভাতা পাবেন।
- চাকরি স্থায়ীকরণ করার পর উৎসব ভাতা, বৈশাখি ভাতা, পিএফ, বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা প্রাপ্য হবেন।
- পুরুষ কর্মীদের শাখায় ফ্রি একক আবাসন সুবিধা এবং মেয়ে কর্মীদের আবাসন ভাতার সুবিধা রয়েছে।
- প্রযোজ্য ক্ষেত্রে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ এবং ট্যাব ঋণ সুবিধা রয়েছে।
- মোটরসাইকেল এর জ্বালানী বিল, লাঞ্চ ভাতা এবং টিএ-ডিএ প্রাপ্য হবেন।
- চাকরির বয়স পাঁচ বছর পূর্ণ হলে গ্রাচ্যুইটি সুবিধা প্রাপ্য হবেন।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
কর্মস্থল: বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী।
আরও পড়ুনঃ ৩৭৯৫৫ টাকা বেতনে এইচএসসি পাসে ১০০ জন অফিসার নিয়োগ দিচ্ছে মৌসুমী এনজিও
দায়িত্বসমূহ:
- শাখার অগ্রগতি ও কর্মকাণ্ডের মাসিক পূর্বাভাস পরিকল্পনা সম্পর্কে গভীর জ্ঞান রাখতে হবে।
- কর্মীভিত্তিক বিভাজনের মাধ্যমে মাসিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে।
- মাসিক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি ঋণ আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে বিতরণ ও আদায় শতভাগ নিশ্চিত করতে হবে।
- সঠিক সদস্যদের সঞ্চয় ফেরত প্রদান নিশ্চিতকরণ এবং ফেরতের নথিপত্র যাচাই করতে হবে।
- প্রতিদিনের লেনদেনের সঠিকতা যাচাই করে ডেবিট/ক্রেডিট ভাউচার সহায়ক নথির সাথে মিলিয়ে নেওয়ার দক্ষতা আবশ্যক।
- অগ্রসর ঋণের প্রোফাইল, ঋণ চুক্তিপত্র, সাধারণ ও মেয়াদি সঞ্চয়ের ভর্তি ফরমসহ সকল নথি নির্ভুলভাবে প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে।
- মাসিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং শাখার MIS, AIS রেজিস্টারসহ সকল রেকর্ড ১০০% হালনাগাদ ও মিলকরণ নিশ্চিত করতে হবে।
- প্রতিদিনের কার্যক্রম শাখার হিসাবরক্ষকের কাছ থেকে হালনাগাদ নিয়ে অসঙ্গতি চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিবেদন প্রদান করতে হবে।
- কর্মীদের কার্যপদ্ধতি বুঝে নেওয়া এবং তাদের দক্ষতা মূল্যায়ন করে প্রয়োজনীয় প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করতে হবে।
- কর্মীদের সাথে নিয়মিত সমন্বয় করে উৎপাদনশীলতা বৃদ্ধি ও লক্ষ্যমাত্রা অর্জনে নেতৃত্ব দিতে হবে।
- ক্যাশবুকের সাথে ব্যাংক ব্যালেন্স ও খাতওয়ারি হিসাবের মিলকরণ নিশ্চিত করতে হবে।
- নিরীক্ষাকালে শনাক্ত অসঙ্গতি নির্ধারিত সময়ে সংশোধন করা হচ্ছে কি না তা তদারকি করে কর্তৃপক্ষকে জানাতে হবে।
- সংস্থার নীতিমালা, অফিস সার্কুলার ও নির্দেশিকা সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখা এবং সেগুলো কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
- কোনো অবস্থাতেই নীতিবিরুদ্ধ কাজ করা যাবে না। কর্তৃপক্ষের নির্দেশে সংস্থার স্বার্থে যেকোনো অতিরিক্ত দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে।
- নিয়মিত সদস্যদের সাথে সভা ও পরিদর্শনের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
- শাখার বকেয়া আদায়ের পরিকল্পনা প্রণয়ন করে বকেয়া স্থিতিশীল রাখার কৌশল বাস্তবায়ন করতে হবে।
শর্তাবলী:
- কম্পিউটার এবং স্মার্ট ফোন ব্যবহারে দক্ষ হতে হবে।
- মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল থাকতে হবে।
- আবেদনপত্র বা কভার লেটার ছাড়া শুধু সিভি পাঠালে আবেদন বাতিল বলে গণ্য হবে।
- সিভিতে হালনাগাদ তথ্য (যেমন: স্থায়ী ঠিকানা, বয়স, চাকরির অভিজ্ঞতার বিবরন, মোবাইল নম্বর ইত্যাদি) না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- প্রশিকায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবে না।
আবেদনের নিয়ম:
আগ্রহী এবং যোগ্যতা সম্পন্ন প্রাথীগণকে স্বহস্তে আবেদনপত্র, বিস্তারিত জীবন বৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদের মূলকপি এবং অন্যান্য সকল নথিপত্র আগামী ০৬/০৫/২০২৫খ্রি. তারিখের মধ্যে বরাবর "নির্বাহী পরিচালক`` মৌসুমী (রেড ক্রিসেন্ট অফিসের পিছনে) উকিলপাড়া, নওগাঁ এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
মৌসুমী এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।