২৬৯৪০ টাকা বেতনে ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) এনজিও
২৬৯৪০ টাকা বেতনে ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) এনজিও
![]() |
ছবিঃ সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) |
সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) কর্তৃক মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর অধিভুক্ত একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় শাখায় নিম্নলিখিত পদে দক্ষ, নিষ্ঠাবান ও কর্মঠ ব্যক্তিদের জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদেরকে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।
সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "০৩ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: ফিল্ড অফিসার
পদ সংখ্যা: ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
বেতন: ২৬৯৪০ টাকা।
অন্যান্য সুবিধা: গ্রাচুয়েটি, প্রভিডেন্ট ফান্ড আপনকালিন সুবিধা বছরে ০২টি উৎসব বোনাস (বেসিক পরিমান), বিনা খরচে অফিসে থাকার সু-ব্যবস্থা, প্রতি বৎসর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান এবং ভোলা এরিয়া নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে সংস্থার নিয়ম অনুযায়ী মাসিক বেতনের বাইরে ১০০০/-টাকা অতিরিক্ত যাতায়াত বিল প্রদানসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: বরগুনা।
শর্তাবলী:
নির্বাচিত প্রার্থীদের কর্মে যোগদানের সময় ১৫০০০ (পনের হাজার) টাকা জামানত হিসেবে সংস্থার অনুকূলে জমা রাখতে হবে। এছাড়া প্রার্থীর আর্থিক স্বচ্ছলতা সম্পন্ন অভিভাবক কর্তৃক ৩০০/- (তিনশত) টাকার ননজুডিশিয়াল স্টাম্পে জামানতনামা প্রদান করতে হবে। পরীক্ষায় অংশগ্রহনের দিন সকল প্রকার ডকুমেন্ট/কাগজপত্রের মূল কপিসহ ১০০/- টাকার পে-অর্ডার (সংগ্রাম'র নামে) সাথে আনতে হবে অথবা নগদ জমা করতে হবে।
আরও পড়ুন: ১৯৪০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় কর্মসূচী সংগঠক পদে নিয়োগ দিচ্ছে এফএইচপি
আবেদনের নিয়ম: আগ্রহী প্রাথীগণকে আগামী ০৩/০৫/২০১৫খ্রি. তারিখ বিকাল ৫.০০ঘটিকার মধ্যে বিস্তারিত জীবনবৃত্তান্ত, ২কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি (যদি থাকে) ও সচল মেবাইল নম্বরসহ পদের নাম উল্লেখ পূর্বক সংস্থার নির্বাহী পরিচালক বরাবরে স্বহান্তে লিখিত আবেদন পত্র সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসুচী), প্রধান কার্যালয়, শহীদ স্মৃতি সড়ক, বরগুনা ঠিকানায় পাঠানোর জন্য আহবান করা যাচ্ছে।
সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত নিচে দেওয়া হলঃ
![]() |
সংগঠিত গ্রামীণ উন্নয়ন প্রকল্প (সংগ্রাম) এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ |