২০৫০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ক্রেডিট সুপারভাইজার নিয়োগ দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (BACE)
২০৫০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ক্রেডিট সুপারভাইজার নিয়োগ দিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (BACE)
![]() |
ছবিঃ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (BACE) |
প্রকাশের তারিখ: ২৮ মে ২,০২৫
২০৫০০ টাকা বেতনে ক্রেডিট সুপারভাইজার নিয়োগ দিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (BACE) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুন ২০২৫ এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
চাকরি সংক্রান্ত তথ্য:
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (BACE) |
পদের নাম | ক্রেডিট সুপারভাইজার (সিএস) |
পদ সংখ্যা | নির্দিষ্ট নয় |
বেতন | ২০৫০০ টাকা |
বয়স | ১৮ থেকে ৩৫ বছর |
অভিজ্ঞতা | প্রয়োজন নেই |
কর্মস্থল | বাগেরহাট, চাঁদপুর, দিনাজপুর, জয়পুরহাট, চট্টগ্রাম (রাঙ্গুনিয়া) |
ওয়েবসাইট | https://www.bacebd.org/ |
প্রেক্ষাপট:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি সনদ প্রাপ্ত জাতীয় ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ এসোসিয়েশন ফর কমিউনিটি এডুকেশন (BACE)। ১৯৭৭ সাল থেকে শুরু করে সমগ্র বাংলাদেশে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। সংস্থার নিজস্ব অর্থায়নে পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন শাখায় ক্রেডিট সুপারভাইজার (সিএস) পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করছে।
দায়িত্ব:
ঋণ বিতরণ, কিস্তি আদায় এবং নতুন সদস্য ভর্তি করা।
দলের জন্য সদস্য বাছাই করা, বাছাই সম্পন্ন হলে শাখা ব্যবস্থাপককে জানিয়ে অনুমতি গ্রহণ পূর্বক দল গঠন সম্পন্ন করা।
দল গঠণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাপ্তাহিক সঞ্চয় আদায় শুরু করা।
সংশ্লিষ্ট শাখার আয়তন ও সমিতি অনুয়ায়ী নিদিষ্ট সংখ্যক সমিতির দায়িত্ব পালন করা।
সাপ্তাহিক সভায় দলের রেজুলেশন লেখা ও স্বাক্ষর করা। সভায় দলের সদস্যদের হাজিরা নিশ্চিত করতে হবে।
ঋণী টাকা নিয়ে প্রকৃত খাতে ব্যবহার করছে কি না তা নিশ্চিত করা।
দৈনিক নিদিষ্ট ছক অনুয়ায়ী রিপোর্ট করা।