এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় সেলস রিপ্রেজেনটেটিভ পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট
প্রকাশের তারিখ: ২৮ মে ২,০২৫
এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় সেলস রিপ্রেজেনটেটিভ পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট
![]() |
ছবি: ব্র্যাক |
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট, ব্র্যাক এন্টারপ্রাইজেস এর আওতাধীন একটি সামাজিক শিল্পোদ্যোগ। দেশের প্রত্যন্ত এলাকার উন্নত জাতের গাভী থেকে সংগৃহীত দুধ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাত করে আসছে।
চাকরি সংক্রান্ত তথ্য:
প্রতিষ্ঠানের নাম | ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট |
চাকরির ধরন | ফুল টাইম |
পদের নাম | সেলস রিপ্রেজেনটেটিভ |
পদ সংখ্যা | নির্দিষ্ট নয় |
আবেদনের শেষ তারিখ | ১৬ জুন ২,০২৫ |
বেতন | ১৬৫৫৬ টাকা |
অভিজ্ঞতা | প্রয়োজন নেই |
কর্মীর ধরন | পুরুষ ও মহিলা |
কর্মস্থল | বাংলাদেশের যেকোন জেলা |
ওয়েবসাইট | brac.net |
চাকরির প্রেক্ষাপট:
ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর অধীনে দেশের বিভিন্ন স্থানে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন কর্মী নিয়োগ করা
হবে। আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
মূল দায়িত্ব:
খুচরা বিক্রেতাদের পণ্য সম্পর্কে জানানো ও চাহিদা যাচাইয়ের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ
করা, রুটচার্ট অনুযায়ী পরিদর্শনের মাধ্যমে সর্বোচ্চ কাভারেজ নিশ্চিত করা, নতুন বাজার বৃদ্ধি করা, ডিস্ট্রিবিউটরদের স্টক পর্যবেক্ষণ করা, পণ্যের বিক্রয় নিশ্চিত করা, প্রতিদিনের অর্জিত লক্ষ্যমাত্রা অর্জন ও রেজিস্টারে লিপিবদ্ধ করা। মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা।
যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
বেতন ও সুবিধাসমূহ:
স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, আমুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া:
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট কাজ করবেন?
ব্র্যাক বিশ্বাস করে যে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মী, সহযোগী সংস্থাসমূহ, কর্মসূচিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী এবং জনগোষ্ঠীর যে কোন ধরণের ক্ষয়-ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানী ও শোষণ থেকে সুরক্ষা পাবার অধিকার রয়েছে।
ব্র্যাক বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, গোষ্ঠীগত ও আর্থসামাজিক পরিচয় নির্বিশেষে সকলের জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারকে সমর্থন করে। ব্র্যাক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদেরকে আবেদনের জন্য স্বাগত জানাই ।
ব্র্যাক এমন একটি সংস্কৃতির চর্চা করে যেখানে প্রত্যেকেই তার সম্ভবনা বিকাশের সমান সুযোগ পায়।
সমান সুযোগ ও সতর্কতা:
কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্র্যাক সম-সুযোগ প্রদানে বিশ্বাসী