৪২৬০০ টাকা বেতনে ৬০ জন শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক নিয়োগ দিচ্ছে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)
৪২৬০০ টাকা বেতনে ৬০ জন শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক নিয়োগ দিচ্ছে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু)
![]() |
ছবি: সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) |
৪২৬০০ টাকা বেতনে ৬০ জন শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক নিয়োগ দিচ্ছে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ। আগ্রহী প্রার্থীদের আগামী ২২ জুন ২০২৫ এর মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক গ্রেড-৮-বি।
পদসংখ্যা: অভিজ্ঞতার প্রয়োজন নাই।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাশ। বেসিক কম্পিউটার (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং) জানতে হবে।
বেতন: শিক্ষানবিশকালীন প্রথম ৬ মাস মাসিক ২৭,০০০/-টাকা এবং পরবর্তী ৬ মাস মাসিক ৩২,০০০/-টাকা বেতন এবং প্রতিমাসে মোবাইল বিল ২৫০/-টাকা ও জ্বালানী বিল ১,০০০/-টাকা প্রদান করা হবে। শিক্ষানবিশকাল সফলতার সংগে উত্তীর্ণ হলে মূল্যায়নের ভিত্তিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়মিতকরণসহ দায়িত্ব প্রদান করা হবে। নিয়মিত হওয়ার পর বেতন কাঠামো অনুযায়ী ৪২,৬০০/-টাকা মাসিক বেতনসহ প্রতিমাসে মোবাইল বিল ৪০০/-টাকা এবং জ্বালানী খরচ প্রতি কি.মি. ৫/-টাকা হারে প্রদান করা হবে।
অন্যান্য সুবিধা: নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটরি), গ্র্যাচুইটির সুবিধা (চাকরিকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছরে ২টি ও ১৫ বছরে ৩টি করে মূল বেতন প্রদান করা হবে) ও বছরে ৩ (তিন) টি উৎসব ভাতা (মূল বেতনের সমান ২টি পূর্ণ ও ১টি মূল বেতনের ৫০%) প্রদান করা হবে এবং নিয়মিত হওয়ার পর চাকরিকাল ৫ বছর পূর্ণ হলে, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।
আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) শাখা অফিস।
দায়িত্ব সমূহ: প্রথম ৪ মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন, সদস্য সংগঠিত করা, সমিতি গঠন, সদস্যদের সংগে সঞ্চয় ও ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পরবর্তী ৪ মাস শাখার যাবতীয় হিসাব পরিচালনায়, কম্পিউটার ও রিপোর্টিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে তৃতীয় ধাপে উন্নীত প্রার্থীদের ৪ মাসের জন্য একটি শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব দেয়া হবে। উল্লেখিত সময়ে দায়িত্ব সঠিকভাবে পালন করলে মূল্যায়নের ভিত্তিতে নিয়মিতকরণসহ স্থায়ীভাবে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব প্রদান করা হবে। প্রার্থীকে ন্যূনতম ৩ বছর চাকরি করার নিশ্চয়তা সম্পর্কিত হলফনামা প্রদান করতে হবে।
আবেদনের নিয়ম:
১. প্রার্থীকে আবেদন পত্রে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ), জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, রক্তের গ্রুপ, অভিজ্ঞতা, সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
২. আবেদন পত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ/পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে পূর্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র, প্রত্যয়ন পত্র, ছাড়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
৩. আগামী ২২/০৬/২০২৫খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে পরিচালক (মানব সম্পদ) বরাবরে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, সেতু টাওয়ার, মেইন রোড, টাংগাইল-১৯০০, এই ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে অথবা সংযুক্ত ই-মেইল এ আবেদন পাঠানো যাবে। ই-মেইল/cvdrop.satungo@gmail.com. শর্তাবলী পূরণে অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। আবেদনকারী প্রার্থীদের লিখিত, কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, কম্পিউটার টেস্ট ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।