৩০২৯৭ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ৪০ জন জুনিয়র লোন অফিসার পদে নিয়োগ দিচ্ছে আশা এনজিও

Also Read

৩০২৯৭ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ৪০ জন জুনিয়র লোন অফিসার পদে নিয়োগ দিচ্ছে আশা এনজিও

৩০২৯৭ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ৪০ জন জুনিয়র লোন অফিসার পদে নিয়োগ দিচ্ছে আশা এনজিও
ছবিঃ আশা

'আশা এনজিও' বিশ্বের সর্ববৃহৎ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যা সারাদেশব্যাপী ৩,০৭৩ ব্রাঞ্চ ও ২৫,৮৫৯ জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় ৭৩ লক্ষ সদস্যকে ক্ষুদ্রঋণ সেবা দিয়ে যাচ্ছে। 'আশা' সম্পূর্ণ বিদেশী অনুদানমুক্ত একটি সংস্থা। সংস্থাটি আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। আশা বিশ্ববিদ্যালয়ে আশা'র সদস্যের সন্তানদের জন্য Tuition Fee Waiver এর ব্যবস্থা আছে। স্বল্প খরচে আশা ম্যাটস্ - অধ্যয়ন করে "মেডিকেল এসিস্ট্যান্ট" হওয়ার সুযোগ আছে। অত্র প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে নিম্নলিখি যোগ্যতা ও শর্ত সাপেক্ষে মাঠ কর্মী নিয়োগ করা হচ্ছে।

৩০২৯৭ টাকা বেতনে ৪০ জন লোন জুনিয়র অফিসার পদে নিয়োগ দিতে আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "২৭ জুন ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।

আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: জুনিয়র লোন অফিসার।

পদ সংখ্যা: ৪০ টি। 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান। যে কোন দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ ৫.০০ স্কেলে ২.৫০ এবং ৪.০০ স্কেলে ২.২৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

বেতন: ২৩৯০৯ থেকে ৩০২৯৭ টাকা।

অন্যান্য সুবিধাদি: ১ বৎসর শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মমূল্যায়নপূর্বক পারফরম্যান্স সন্তোষজনক হওয়া সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ স্থায়ী কর্মী হিসেবে পি.এফ, গ্র্যাচুইটি, দু'টি উৎসব ভাতা, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, বাংলা নববর্ষ ভাতাসহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রযোজ্য হবে।

আবেদনের বয়স: ৩০ বছর।

কর্মস্থল: মানিকগঞ্জ।

শর্তাবলী: 

  • শুধুমাত্র মানিকগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। 
  • প্রার্থীকে অধূমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল/মোটর সাইকেল চালনায় পারদর্শী (বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী) হতে হবে। 
  • নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থা নিয়মানুযায়ী ১০,০০০/- টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে। 
  • জামানতের বিপরীতে সরকারি ব্যাংক সঞ্চয়ী হিসাবের হারে লভ্যাংশ দেয়া হবে। 

আবেদনের নিয়ম: 

আগ্রহী প্রার্থীকে প্রেসিডেন্ট-আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৭ জুন ২০২৫ ইং তারিখের মধ্যে আশা, ডিভিশনাল কার্যালয় এর ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখসহ), জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা'সহ নাগরিকত্বের সনদ এর ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি সংযুক্ত করে পাঠাতে হবে।

আবেদনের ঠিকানা: 

আশা, ঢাকা ডিভিশনাল কার্যালয়

১২৫/ক, রোড নং-০৫, পিসি কালচার হাউজিং সোসাইটি,

শ্যামলী, ঢাকা-১২০৭।

(খামের উপর অবশ্যই নিয়োগকারী জেলার নাম উল্লেখ করতে হবে)


Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url