২৮০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেতু এনজিও, থাকছে আবাসন সুবিধা

Also Read

 প্রকাশের তারিখ: ৩০ মে ২০২৫

২৮০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেতু এনজিও, থাকছে আবাসন সুবিধা

২৮০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে সেতু এনজিও, থাকছে আবাসন সুবিধা
ছবি: সেতু এনজিও 


সেতু একটি জাতীয় পর্যায়ের বেসরকারী এনজিও সংস্থা। গত ৪২ বছর ধরে ক্ষুদ্র ঋণ এর পাশাপাশি, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্বুদ্ধকরণ, শিশু শ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী উন্নয়ন সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের ১৬টি জেলায় প্রায় ২ লক্ষ পরিবারের কাছে সেবা পৌঁছে দিচ্ছে।

চাকরি সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠানের নামসেতু এনজিও
চাকরির ধরনফুল টাইম
পদের নামফিল্ড অফিসার
পদ সংখ্যা১০০ টি
আবেদনের শেষ তারিখ১৯ জুন ২০২৫
বেতন২৮০০০ টাকা
বয়স২৫ থেকে ৩৫ বছর
অভিজ্ঞতাপ্রয়োজন নেই
কর্মীর ধরনপুরুষ ও মহিলা
কর্মস্থলখুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের ১৬টি জেলা
ওয়েবসাইট setu.ngo

চাকরির প্রেক্ষাপট:
এমআরএ নিবন্ধনভূক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা এবং সম্প্রসারণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে ফিল্ড অফিসার পদে দরখাস্ত আহবান করছেঃ

মূল দায়িত্ব:
ঋণ কার্যক্রম পরিচালনা করা।

যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

বেতন ও সুবিধাসমূহ:
নিয়মিতকরণের পর সংস্থার চাকুরী বিধি অনুযায়ী ১০% সিপিএফ, বীমা, আনুতোষিক সুবিধা, ০২ টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা, আবাসিক সুবিধা, মোটরসাইকেল বিল, মোবাইল বিল।

আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র: পূর্ণ জীবনবৃত্তান্ত এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রসহ সকল সনদ পত্রের কপি।
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিম্নলিখিত ঠিকানায় ডাক ও কুরিয়ারের যোগে প্রেরণ করতে পারবেন।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
শিক্ষানবীশকাল ০৬ মাস। মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে।

যোগাযোগের তথ্য:
ঠিকানা: নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোষ্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 


Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url