৩০২৯৭ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন জুনিয়র লোন অফিসার নিয়োগ দিচ্ছে আশা এনজিও
প্রকাশের তারিখ: ২৭ মে ২০২৫
৩০২৯৭ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন জুনিয়র লোন অফিসার নিয়োগ দিচ্ছে আশা এনজিও
![]() |
| ছবিঃ আশা এনজিও |
'আশা এনজিও' বিশ্বের সর্ববৃহৎ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যা সারাদেশব্যাপী ৩,০৭৩ ব্রাঞ্চ ও ২৫,৮৫৯ জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় ৭৩ লক্ষ সদস্যকে ক্ষুদ্রঋণ সেবা দিয়ে যাচ্ছে। 'আশা' সম্পূর্ণ বিদেশী অনুদানমুক্ত একটি সংস্থা। সংস্থাটি আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। আশা বিশ্ববিদ্যালয়ে আশা'র সদস্যের সন্তানদের জন্য টিউশন ফি ওয়াভার এর ব্যবস্থা আছে। স্বল্প খরচে আশা ম্যাটস্ - অধ্যয়ন করে "মেডিকেল এসিস্ট্যান্ট" হওয়ার সুযোগ আছে।
চাকরি সংক্রান্ত তথ্য:
| প্রতিষ্ঠানের নাম | আশা |
| চাকরির ধরন | ফুল টাইম |
| পদের নাম | জুনিয়র লোন অফিসার |
| পদ সংখ্যা | ১০০টি |
| আবেদনের শেষ তারিখ | ২৭ জুন ২০২৫ |
| বেতন | ৩০,২৯৭ টাকা |
| বয়স | ৩০ বছর |
| অভিজ্ঞতা | প্রয়োজন নেই |
| কর্মীর ধরন | পুরুষ ও মহিলা |
| কর্মস্থল | মানিকগঞ্জ |
| ওয়েবসাইট | https://asa.org.bd/ |
চাকরির প্রেক্ষাপট:
আশা এনজিওতে ঋণ কার্যক্রমে নিম্নলিখিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে মাঠ কর্মী নিয়োগ করা হচ্ছে।
মূল দায়িত্ব:
প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম পরিচালনা করা।
যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
বেতন ও সুবিধাসমূহ:
পি.এফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, দু'টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি।
আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র: স্বহস্তে লিখিত আবেদনপত্র, আবেদনের সঙ্গে সাদা কাগজে পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত (মোবাইল নম্বর ও বৈবাহিক অবস্থা উল্লেখসহ), জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্বের সনদ এর ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি যুক্ত করে পাঠাতে হবে।
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট-আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৭/০৬/২০২৫ ইং তারিখের মধ্যে আশা, ঢাকা ডিভিশনাল কার্যালয় -এর ঠিকানায় পাঠাতে হবে।
খামের উপর অবশ্যই নিয়োগকারী জেলার নাম উল্লেখ করতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা জিপিএ ৫.০০ স্কেলে ২.৫০ এবং ৪.০০ স্কেলে ২.২৫ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে (বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে)।
আবেদনের ঠিকানা:
ডিভিশনাল ম্যানেজার, আশা, ঢাকা ডিভিশনাল কার্যালয়, ১২৫/ক, রোড নং-০৫, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭।

