প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন
Also Read

প্রকাশের তারিখ: ১৫ জুন ২,০২৫

প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রজেক্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন
ছবিঃ ব্র্যাক

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ব্র্যাক বাংলাদেশের একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য আর বৈষম্যের মধ্যে থাকা ১০ কোটিরও বেশি মানুষের জন্য কাজ করে আসছে, যাতে তাদের জীবনে টেকসই সুযোগ তৈরি করা যায়। ব্র্যাক কিন্তু সাধারণ এনজিওর মতো নয়—এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে একজন মানুষ তার ভাগ্য বদলাতে পারেন।

চাকরি সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠানের নামব্র্যাক এনজিও
চাকরির ধরনফুল টাইম
পদের নামপ্রজেক্ট অফিসার - মার্কেট লিংকেজ (অফ-ফার্ম)
পদ সংখ্যা৫ টি
আবেদনের শেষ তারিখ২৪ জুন ২,০২৫
বেতনআলোচনা সাপেক্ষ
বয়সনির্দিষ্ট নয়
অভিজ্ঞতা২ বছর
কর্মীর ধরনপুরুষ ও মহিলা
কর্মস্থলকক্সবাজার (কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া)
ওয়েবসাইট http://brac.net/

চাকরির প্রেক্ষাপট:
উৎপাদক ও ক্রেতাদের মধ্যে একটি পরিপূর্ণ বাজার সংযোগ স্থাপন করতে কক্সবাজারে WFP-সমর্থিত EFSN দোকানগুলোতে অফ-ফার্ম পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে কিছু সংখ্যক প্রজেক্ট অফিসার - মার্কেট লিংকেজ (অফ-ফার্ম) নিয়োগ দেওয়া হবে।

মূল দায়িত্ব:
উৎপাদক ও ক্রেতাদের মধ্যে একটি পরিপূর্ণ বাজার সংযোগ স্থাপনের মাধ্যমে কক্সবাজারে WFP-সমর্থিত EFSN দোকানগুলোতে অফ-ফার্ম পণ্যের নিয়মিত সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি।

যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সন্মান, স্নাতকোত্তর।
দক্ষতা: MS Office, MS Excel এবং Power Point-এ জ্ঞান থাকতে হবে। অফ-ফার্ম সম্পর্কিত কার্যক্রম ও বাজার সংযোগ বিষয়ে ধারণা থাকতে হবে। ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক দক্ষতা থাকতে হবে।

বেতন ও সুবিধাসমূহ:
মোবাইল বিল, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২ দিন ছুটি, ২টি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা, স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি

আবেদন প্রক্রিয়া:
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Post a Comment

© Top Job. All rights reserved. Premium By Top Job