সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২দিন

সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২দিন
Also Read

প্রকাশের তারিখ: ১৮ জুন ২০২৫

সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২দিন

সিনিয়র অফিসার পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২দিন
ছবিঃ ব্র্যাক

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাপ্তাহিক ২দিন ছুটি সহ নানান সুবিধা দিয়ে সেলস অফিসার নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরি সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠানের নামব্র্যাক এনজিও
চাকরির ধরনফুল টাইম
পদের নামসিনিয়র অফিসার (পিডিডিআর, এইচসিএমপি)
পদ সংখ্যানির্দিষ্ট নয়
আবেদনের শেষ তারিখ২৪ জুন ২০২৫
বেতনআলোচনা সাপেক্ষ
বয়সনির্দিষ্ট নয়
অভিজ্ঞতা১ বছর
কর্মীর ধরনপুরুষ ও মহিলা
কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থানে
ওয়েবসাইট https://www.brac.net/

মূল দায়িত্ব:
দাতা সংস্থার ফান্ডিংয়ের জন্য প্রস্তাবনা তৈরি, রিপোর্ট তৈরি, উপস্থাপন ও টিমের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় তথ্য ও শিডিউল ম্যানেজ করার দায়িত্ব পালন করতে হবে।

যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, নৃবিজ্ঞান, ব্যবসা প্রশাসন বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
দক্ষতা: বিশ্লেষণী দক্ষতা, চমৎকার লেখার দক্ষতা এবং রিসোর্স মবিলাইজেশন ও রিপোর্টিংয়ের জন্য বিভিন্ন টিমের সঙ্গে সমন্বয় করার ক্ষমতা।

বেতন ও সুবিধাসমূহ:
স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, অংশগ্রহণমূলক প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, গ্র্যাচুইটি।

আবেদন প্রক্রিয়া:
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Post a Comment

© Top Job. All rights reserved. Premium By Top Job