৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ
দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বড় পরিসরে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, সারাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য শিক্ষক পদে দ্রুত নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার মান উন্নত করতে হলে যোগ্য ও মেধাবী মানুষকে শিক্ষকতায় আনতে হবে। একই সঙ্গে এই নিয়োগের মাধ্যমে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে নন-গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (NTRCA)। ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হবে www.ntrca.gov.bd অথবা ngi.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন ফি ১,০০০ টাকা, যা টেলিটকের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জানুয়ারি।
পদগুলোর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছে ২৯,৫৭১টি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩৬,৮০৪টি এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ৮৩৩টি পদ।
আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে এবং তার কাছে বৈধ শিক্ষক নিবন্ধন সনদ থাকতে হবে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা একই পদে আবেদন করতে পারবেন না। একজন প্রার্থী সর্বোচ্চ সাতটি প্রতিষ্ঠান পছন্দ করতে পারবেন।
পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট কমবে এবং দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছে NTRCA কর্তৃপক্ষ।
