জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নিয়োগ বিজ্ঞপ্তি, মোট পদ ৯৬টি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর–এ বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি মোট ৯৬টি শূন্য পদে যোগ্য জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বুধবার (২৮ জানুয়ারি) জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাদুঘরের রাজস্ব খাতে ব্যবস্থাপক, উপ-পরিচালক, ডেপুটি কিউরেটর, গবেষণা কর্মকর্তা, প্রকৌশলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী পরিচালক, কিউরেটর, গ্রাফিক্স ডিজাইনার, লাইব্রেরিয়ান, মাল্টিমিডিয়া ও অডিওভিজ্যুয়াল কর্মকর্তা, জনসংযোগ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, আইসিটি সহকারী, অফিস সহকারী, অফিস সহায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সহায়ক পদে জনবল নেওয়া হবে।
জাদুঘরটি একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হওয়ায়, বিশেষ যোগ্যতা বা অভিজ্ঞতা থাকা প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের কিছু শর্ত শিথিল করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
| পদের নাম | পদসংখ্যা |
|---|---|
| ব্যবস্থাপক (গ্রন্থাগার, মুদ্রণ ও প্রকাশনা) | ১ |
| উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) | ১ |
| উপ-পরিচালক (প্রশিক্ষণ) | ১ |
| ডেপুটি কিউরেটর (নিদর্শন সংগ্রহ, রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) | ১ |
| ডেপুটি কিউরেটর (নিদর্শন প্রদর্শন ও প্রদর্শনী) | ১ |
| ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা | ১ |
| রক্ষণাবেক্ষণ প্রকৌশলী | ১ |
| ডেপুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক | ১ |
| হিসাবরক্ষণ কর্মকর্তা | ১ |
| সহকারী পরিচালক (প্রশাসন) | ১ |
| সহকারী পরিচালক (প্রশিক্ষণ) | ১ |
| নিরাপত্তা অফিসার | ১ |
| সহকারী কিউরেটর (নিদর্শন সংগ্রহ) | ১ |
| সহকারী কিউরেটর (রেজিস্ট্রেশন ও সংরক্ষণ) | ১ |
| সহকারী কিউরেটর (নিদর্শন প্রদর্শন) | ১ |
| ডিসপ্লে অফিসার | ১ |
| গ্রাফিক্স ডিজাইনার | ১ |
| রেজিস্ট্রেশন অফিসার | ১ |
| গবেষণা কর্মকর্তা | ১ |
| সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী | ১ |
| ভিডিওগ্রাফার | ১ |
| সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (প্রোডাকশন) | ১ |
| সহকারী মাল্টিমিডিয়া ব্যবস্থাপক (সংরক্ষণ) | ১ |
| অডিওভিজ্যুয়াল প্রোগ্রাম অফিসার | ১ |
| শিক্ষা অফিসার | ১ |
| জনসংযোগ কর্মকর্তা | ১ |
| অডিটরিয়াম ম্যানেজার | ১ |
| লাইব্রেরিয়ান | ১ |
| প্রকাশনা কর্মকর্তা | ১ |
| প্রশাসনিক কর্মকর্তা | ১ |
| সহকারী নিরাপত্তা অফিসার | ১ |
| সহকারী রেজিস্ট্রেশন অফিসার | ১ |
| এসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার | ১ |
| রেপ্লিকা ম্যানুফেকচারার | ১ |
| সহকারী গবেষণা কর্মকর্তা | ১ |
| ফিল্ম এ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান | ১ |
| ফিল্ম এডিটর | ১ |
| মুভি ক্যামেরাম্যান | ১ |
| উপ-সহকারী প্রকৌশলী (পুর) | ১ |
| উপ-সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক) | ১ |
| সহকারী জনসংযোগ কর্মকর্তা | ১ |
| সোশ্যাল মিডিয়া সম্পাদক | ১ |
| ঊর্ধ্বতন প্রদর্শক | ১ |
| সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা | ১ |
| হিসাবরক্ষক | ১ |
| নিরাপত্তা পরিদর্শক | ২ |
| সিসিটিভি পরিবীক্ষক | ২ |
| সিসিটিভি ব্যবস্থাপক | ১ |
| রেজিস্ট্রেশন সহকারী | ১ |
| সহকারী সংগ্রাহক | ১ |
| গবেষণা সহকারী | ১ |
| সাউন্ড রেকর্ডিস্ট | ১ |
| জনসংযোগ সহকারী | ১ |
| সহকারী লাইব্রেরিয়ান কাম-ক্যাটালগার | ১ |
| মডেলার | ১ |
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৮ |
| ক্যাশিয়ার | ১ |
| স্টোর সহকারী | ২ |
| রেকর্ড কিপার | ১ |
| বিক্রয় সহকারী | ১ |
| আইসিটি সহকারী | ১ |
| অফিস সহায়ক | ২৫ |
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
