চ্যাট ফিল্টার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
সম্প্রতি চ্যাট ফিল্টার অপশন চালু করেছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালুর ফলে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো সর্বশেষ বার্তাগুলো বর্তমানের তুলনায় দ্রুত পড়া যায়। ফলে ব্যস্ততার সময়ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজে জানতে পারেন ব্যবহারকারীরা।
আরও পড়ুনঃ এখন হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি, ভিডিও এবং ডকুমেন্ট
হোয়াটসঅ্যাপে ব্যক্তি পর্যায়ে কথোপকথনের পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন কোম্পানিও যোগাযোগ করে থাকে। কিন্তু গুরুত্ব অনুযায়ী সেগুলো লিস্টে সাজিয়ে রাখার কোনো অপশন ছিল না। নতুন এ ফিচার চালু হলে ব্যবহারকারীরা পছন্দ ও প্রয়োজন অনুযায়ী কথোপকথন আলাদাভাবে রাখতে পারবে।
মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপের তথ্যানুযায়ী, নতুন চ্যাট ফিল্টার ফিচারটির জন্য আলাদা ক্যাটাগরি নির্ধারণ করে দেবে। হোয়াটসঅ্যাপ পেজের সঙ্গে আলাদা ফিল্টার দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে একবার ক্লিক করেও চ্যাট ফিল্টার চালু করতে পারবেন। কোম্পানির তথ্যানুযায়ী, অল, আনরিড ও গ্রুপ এ তিনটি আলাদা ফিল্টার থাকবে। অল নির্বাচন করলে সব মেসেজ আগের মতি তালিকাবদ্ধ হয়ে থাকবে।
আনরিড নির্বাচন করলে যেসব মেসেজ পড়া হয়নি সেগুলো সবার উপরে চলে আসবে। ফলে কোন মেসেজের উত্তর দেয়া বেশি জরুরি সেগুলো সম্পর্কে ব্যবহারকারী জানতে পারবেন।
কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার ব্যবহার করবেন?
চ্যাট ফিল্টার ব্যবহারের জন্য স্মার্টফোন থেকে প্রথমে হালনাগাদ সংস্করণের হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর চ্যাট ফিডের ওপর থাকা ‘ফিল্টার’ থেকে ‘অল’ অপশন নির্বাচন করলে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের সব বার্তা দেখা যাবে। তারপর ‘আনরিড’ অপশনটি নির্বাচন করলে অন্যদের পাঠানো যেসব বার্তা পড়া হয়নি, সেগুলো দেখা যাবে। ফলে অন্যদের পাঠানো সর্বশেষ বার্তাগুলো দ্রুত পড়ার সুযোগ পাওয়া যাবে। এ ছাড়া চ্যাট ফিল্টারে থাকা ‘গ্রুপ’ অপশনটি নির্বাচন করলে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকা সকল গ্রুপের নাম দেখা যাবে এর পাশাপাশি সেগুলোতে প্রবেশও করা যাবে।
প্লাটফর্মের উন্নয়নে প্রতিনিয়ত নতুন সব ফিচার নিয়ে কাজ করে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। তারই অংশ হিসেবে সম্প্রতি এক ঘোষণায় নতুন চ্যাট ফিল্টার আনার কথা জানিয়েছে এই মেসেজিং প্লাটফর্মটি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন