টুইটারকে চিরতরে বিদায় দিলেন ইলন মাস্ক

টুইটারকে চিরতরে বিদায় দিলেন ইলন মাস্ক

টুইটারকে চিরতরে বিদায় দিলেন ইলন মাস্ক


২০০৬ সালের মার্চ মাসে, জ্যাক ডরসি, নোয়া গ্লাস, বিজ স্টোন এবং ইভান উইলিয়ামস এর হাত ধরে যাত্রা শুরু করেছিল টুইটার। নানা টানাপোড়েনের পর ২০২২ সালে ইলন মাস্ক টুইটার কিনে নেবার পর থেকে এই প্লাটফর্মটির ফিচার-সহ নানা বিষয়ে বদলের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক নিজেই জানিয়ে দিলেন, আনুষ্ঠানিক ভাবে টুইটার ডট কম এখন এক্স ডট কম-এ পরিণত হল।

আরও পড়ুনঃ এক্স-এ চালু হলো এআই প্রযুক্তির স্টোরিজ

২০২২ সালে টেসলা কর্ণধার মাস্ক টুইটার কিনে নেবার পর এই প্লাটফর্মটিতে অনেক পরিবর্তন নিয়ে আসেন তিনি। সবার আগে শুরু হয় মাইক্রো ব্লগিং সাইটির নামবদলের কাজ। টুইটার হয়ে যায় এক্স। দীর্ঘদিনের পরিচিত নীল পাখির বদল ঘটিয়ে হয়ে যায় সাদা-কালো। সেই সময় থেকেই Twitter.com ভিসিট করলে তা সরাসরি x.com-এ নিয়ে যেত ব্যবহারকারীদের। মাস্ক জানিয়ে ছিলেন, এবার থেকে একে আর ‘টুইট’ নয়, বলতে হবে এক্স হ্যান্ডেলে ‘পোস্ট’ করা হয়েছে। আর এবার এই সাইটের সমস্ত ডোমেইনের নামও পরিবর্তিত হল।

শুক্রবার ইলন মাস্ক তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে জানান, “সমস্ত কোর সিস্টেম এখন x.com-এর মধ্যে চলে গেল।” তবে মাস্ক যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, x.com লেখাটি নীল রঙের। তাই কারও কারও মনে প্রশ্ন, তবে কি আবার রংবদল করতে চলেছে এই মাইক্রো ব্লগিং সাইটটি? যদিও তেমন কিছু পরিস্কার করে জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে।

তবে ডোমেইন ও URL এ পরিবর্তন আসলেও ব্যবহারকারীদের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার ব্যপারে কোনও রকম সমঝোতা করবে না এক্স। পূর্বের মতোই ব্যবহারকারীরা সমস্ত পরিষেবা পাবেন তাঁরা বলেও জানিয়েছে এক্স।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]