এক্স-এ চালু হলো এআই প্রযুক্তির স্টোরিজ

এক্স-এ চালু হলো এআই প্রযুক্তির স্টোরিজ

এক্স-এ চালু হলো এআই প্রযুক্তির স্টোরেজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিনির্ভর ‘স্টোরিজ’ সুবিধা চালু করেছে মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)। ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জারে চালু থাকা স্টোরিজের তুলনায় অন্যভাবে কাজ করবে এক্সের এই স্টোরিজ ফিচার। এক্সের তথ্যমতে, ব্যবহারকারীদের হালনাগাদ বিভিন্ন মেসেজ বা পোস্টের সারাংশ স্টোরিজ আকারে লিখে দেবে এআই চ্যাটবট ‘গ্রক’ (xAI Grok)। ফলে ব্যবহারকারীরা খুব দ্রুতই স্টোরিজ পোস্ট করতে পারবেন।

আরও পড়ুনঃ এক্সেও করা যাবে জুম ও গুগল মিটের মতো অনলাইনে মিটিং

এক্স নিশ্চিত করেছে, এক্সে চালু হওয়া স্টোরিজ সুবিধায় 'গ্রক' এআই চ্যাটবট ব্যবহার করা হবে। ফলে ব্যবহারকারীর প্রকাশ করা বিভিন্ন পোস্টের সারাংশ 'গ্রক' চ্যাটবট খুব সহজেই তৈরি করে দেবে। প্রাথমিকভাবে শুধু এক্সের প্রিমিয়াম গ্রাহকেরা এক্সের ওয়েব ও আইওস সংস্করণে এই স্টোরিজ সুবিধা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এই সুবিধা এক্সের এক্সপ্লোর ট্যাব থেকেও খুব সহজে ব্যবহার করা যাবে।

এক্সের স্টোরিজ সুবিধাটি ফর ইউ ফিডে দেখতে পাওয়া যাবে। ফলে এক্সে থাকা সব পোস্ট স্ক্রল করে পড়ার বদলে সহজেই নির্দিষ্ট ব্যক্তিদের নতুন পোস্টগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। তবে এআই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর পুরোনো পোস্টের সারাংশ তৈরি করায় এক্সের স্টোরিজের তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]