ইউটিউবে কীভাবে শিস দিয়ে গান খুঁজবেন?

ইউটিউবে কীভাবে শিস দিয়ে গান খুঁজবেন?

ইউটিউবে কীভাবে শিস দিয়ে গান খুঁজবেন?

আবার কোনও কোনও সময় আমরা পছন্দের গানের কথা মনে করতে পারি না। এই অসুবিধার কথা মাথায় রেখেই নতুন ‘হুম-টু-সার্চ’ ফিচার নিয়ে এসেছে ইউটিউব। এই ফিচার ইউটিউবে দ্রুত যেকোনো গান খুঁজে দিতে পারে।

আরও পড়ুনঃ এআই–সুবিধা যুক্ত করছে ইউটিউবঃ ভিডিওর উল্লেখযোগ্য অংশ আর টেনে দেখতে হবে না

ইউটিউবের নতুন এই ‘হুম-টু-সার্চ’ ফিচারে ৩ সেকেন্ড যেকোন গান একই সুরে হুম হুম করে বা শিস দিয়ে গাইলে গানটি খুঁজে দিবে। নির্দেশ পাওয়ার পর ইউটিউব তাদের লাইব্রেরিতে একই সুরের কোনো গান আছে কিনা তা খুঁজে বের করবে এবং আপনাকে উপস্থাপন করবে।

আপাতত ইউটিউবের এই হুম-টু-সার্চ ফিচারটি কিছু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরীক্ষা শেষ হলে অ্যাপ ব্যবহারকারীর সবাই এ সুবিধা পাবে। ইউটিউবের এই ফিচারের জন্য অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এএআই) ব্যবহার করা হয়েছে। চলুন জেনে নিই যাক কীভাবে এই ফিচার ব্যবহার করবেন।

কীভাবে হুম-টু-সার্চ ফিচার ব্যবহার করবেনঃ

১। প্রথমে ইউটিউব অ্যাপ ওপেন করুন।

২। এবার উপরের ডান দিকে সার্চ আইকনে ক্লিক করুন।

৩। এরপর মাইক্রোফোন আইকনে ট্যাপ করুন এবং হুম-টু-সার্চ ফিচারটি অন করুন।

৪। ইউটিউবকে আপনার ডিভাইসের মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিন। 

৫। এবার একই সুরে হুম বা শিস দিন বা গুনগুন করে গান করুন।

৬। ইউটিউব আপনাকে একই সুরের গানের যত রেজাল্ট আছে, সব দেখাবে।

বিশ্বে বর্তমানে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি। অনেকের কাছে ইউটিউব যেমন বিনোদনের মাধ্যম, অনেকের কাছে শিক্ষার মাধ্যম, আবার অনেকের কাছে আয়ের অন্যতম উৎস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.